"

৫৩ বছরে রিয়াজ: ৫ আগস্টের পর থেকে লাপাত্তা এই নায়ক

Random Manga


বাংলা চলচ্চিত্রের অন্যতম সেরা নায়কদের একজন রিয়াজ আহমেদ। ১৯৯৬ সালে কোটি ভক্তের প্রাণের নায়ক সালমান শাহ প্রয়াত হলে তার ঘাটতি অনেকটাই পূরণ হয় রিয়াজকে দিয়ে। সালমানের মৃত্যুর বছরে তার সঙ্গে জুটি বেঁধে ‘প্রিয়জন’ নামে একটি সিনেমাও করেন তিনি।

শনিবার (২৬ অক্টোবর) ছিল এই নায়কের জন্মদিন। ১৯৭২ সালের ২৬ অক্টোবর ফরিদপুরের কমলাপুরে জন্মগ্রহণ করেন রিয়াজ। ৫২টি বসন্ত পেরিয়ে ৫৩ বছরে পা দিয়েছেন ‘প্রাণের চেয়ে প্রিয়’ অভিনেতা। জন্মদিনে তাকে সামাজিক মাধ্যমে অনেকেই অভিনন্দন জানিয়েছেন। কিন্তু কারও অভিনন্দনের জবাব দেননি।

জনপ্রিয় এই নায়ক বহু বছর ধরে ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। বিভিন্ন নির্বাচনে দলটির প্রচার-প্রচারণায় সব সময়েই তাকে সামনের সারিতে দেখা গেছে। এমনকি, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নও চেয়েছিলেন।

ফলে গত ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগ এবং দেশত্যাগের পর থেকে দলটির অন্য নেতাকর্মীর মতো লাপাত্তা রিয়াজও। গত ৭ আগস্ট তিনি বিদেশে চলে যাওয়ার চেষ্টা করেছিলেন বলে খবর। কিন্তু বিমানবন্দর থেকে তাকে ফেরত পাঠানো হয়, এমন একটি প্রতিবেদন সে সময় বিভিন্ন সংবাদমাধ্যমে ছাপা হয়েছিল।

শনিবার জন্মদিনের বিশেষ দিনেও খোঁজ মেলেনি রিয়াজের। প্রকাশ্যে দেখা যায়নি তাকে। তিনি কোথায় আছেন, কেমন আছেন- জানা যায়নি কিছুই।

তবে একটি বিশেষ সূত্রে খবর, রিয়াজ ঢাকাতেই আছেন। তবে প্রকাশ্যে আসছেন না। কারণ, আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকার পাশাপাশি দলটির কয়েকজন তারকা সদস্যদের নিয়ে গঠিত ‘আলো আসবেই’ নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত ছিলেন রিয়াজ। যেখানে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ এবং সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতও যুক্ত ছিলেন।

এই হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে জুলাই-আগস্টে অনুষ্ঠিত ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের পক্ষে জনমত গঠনে কাজ করেন তারকারা এবং আন্দোলন দমাতে কী কী করণীয় সেই দিক-নির্দেশনা দেওয়া হয়। অভিনেত্রী অরুণা বিশ্বাস তো আন্দোলনকারীদের ওপর গরম পানি নিক্ষেপের পরামর্শ পর্যন্ত দেন। যার কিছু স্ক্রিনশট শেখ হাসিনার পতনের পর ফাঁস হয়।

উল্লেখ্য যে, চিত্রনায়ক রিয়াজ মহা বিতর্কিত এই হোয়াটসঅ্যাপ গ্রুপের শুধু সদস্যই ছিলেন না, একজন অ্যাডমিনও ছিলেন। অর্থাৎ, গ্রুপে কাকে যুক্ত করতে হবে, কাকে ছাটাই করতে হবে- এই ক্ষমতা তার হাতে ছিল।

ফলে বিতর্কের কেন্দ্রে চলে আসেন রিয়াজ। একজন জনপ্রিয় নায়ক হয়ে গণহত্যার পক্ষে তিনি কীভাবে কথা বলেন, গুলি করে শতশত ছাত্র-জনতা হত্যার পরও কীভাবে তিনি চুপ থাকেন- এমন প্রশ্ন ওঠে সর্বত্র। সে সময় তো রিয়াজকে পেলে গণধোলাই দিয়ে পুলিশ দেওয়া হবে- এমন আওয়াজও ওঠে।

সার্বিক এই পরিস্থিতি বিবেচনায় রিয়াজ নিজের এবং পরিবারের নিরাপত্তার কথা ভেবে আত্মগোপনে আছেন বলে খবর। যদিও স্ত্রী এবং দুই সন্তান তার সঙ্গেই আছেন বলে জানা গেছে। তাদের নিয়েই হয়তো একেবারে ঘরোয়াভাবে পালন করেছেন নায়ক তার ৫৩তম জন্মদিন।

Ads

Previous Post Next Post

نموذج الاتصال