বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, “গত ৫ আগস্ট ছাত্রলীগ আহত হয়েছিল আর গতকাল ২৩ অক্টোবর আইসিইউতে নিহত হয়েছে।”
বৃহস্পতিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।
ফারুক বলেন, “বাংলাদেশে যেই ব্যক্তিটি, যে মানুষটি, যে স্বৈরাচারী, যিনি পালিয়ে বেড়াচ্ছেন আর পালিয়ে বেড়াবার পরও যার গলার আওয়াজ ছোট হচ্ছে না, সেই ব্যক্তি যাদের হাতে অস্ত্র উঠিয়ে দিয়ে আমাদের উপর নির্যাতন করেছেন, বৈষম্যবিরোধী ছাত্রদের উপর গুলি করেছে, শুধু তাদের সংগঠন নিষিদ্ধ করলে চলবে না। তাদেরকে আইনের আওতায় আগে আনা প্রয়োজন।”
সাবেক বিরোধী দলীয় চিফ হুইফ ফারুক বলেন, “এই মুহূর্তে তারেক রহমানের দেশে আসা অত্যাবশ্যকীয়। দেশে বর্তমানে যে অবস্থা, যদি এখন একটি সঠিক নির্বাচনের মাধ্যমে হস্তান্তর হয় সেই হস্তান্তরে একমাত্র যোগ্য ব্যক্তি তারেক রহমান।
(ঢাকাটাইমস