গত দুই সপ্তাহ ধরেই ভারতের বিভিন্ন এয়ারলাইনসের ফ্লাইটে বোমা হামলার হুমকি আসছে। যদিও একটি হামলাও হয়নি। এবার ভারতের বিভিন্ন হোটেলে বোমা হামলার হুমকি এল। হুমকি পেয়েছে বেশ কয়েকটি পাঁচতারকা হোটেলও। ইমেইলের মাধ্যমে এসব হুমকি এসেছে।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে বলছে, শনিবার গুজরাটের রাজকোটের অন্তত ১০টি হোটেলে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। হুমকি পাওয়া হোটেলের তালিকায় রয়েছে ইমপেরিয়াল প্যালেস, সাইয়াজি হোটেল, সিজন্স হোটেল ও গ্র্যান্ড রেজেন্সি। এগুলো ওই এলাকায় বেশ প্রসিদ্ধ হিসেবেই অধিক পরিচিত।
সম্প্রতি ভারতের বিভিন্ন ফ্লাইটে বোমা হামলার হুমকি আসছে। এবার হোটেলে হামলার হুমকি এল। এমন এক সময়ে এই হুমকি এল যখন ভারতে শুরু হচ্ছে ছুটির মৌসুম। সামনে বিভিন্ন উৎসব।
এরই মধ্যে এসব হুমকি আসা ইমেইল নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। হোটেলগুলোতে বাড়তি চেকপোস্ট বসানো হয়েছে। তবে ইমেইলগুলো কোথা থেকে এসেছে তা প্রকাশ করা হয়নি।
হুমকি দেওয়া একটি ইমেইলের কথাগুলো এমন, ‘আমি আপনার হোটেলের প্রতিটি জায়গায় বোমা রেখেছি। কয়েক ঘণ্টার মধ্যে বোমাগুলো নিশ্চিহ্ন করে দেবে সব। অনেক নিরীহ মানুষ প্রাণ হারাবে। তাড়াতাড়ি হোটেলটি খালি করুন। এখনই খালি করুন।’
এদিকে, ভারতের এয়ারলাইনসগুলোর মধ্যে ‘বোমা আতঙ্ক’ ছড়িয়ে পড়েছে। একের পর এক হামলার হুমকি আসছেই। হুমকি এলেও একটিতেও হামলা হয়নি। কিন্তু বাধ্য হয়ে ফ্লাইট সরিয়ে অন্যত্র সরিয়ে নিতে হয়েছে কিংবা বাড়তি নিরাপত্তা জোরদার করতে হয়েছে। করতে হয়েছে জরুরী অবতরণ।
ভুয়া হলেও লাগাতার বোমা হামলার হুমকিতে উদ্বেগ ছড়িয়ে পড়েছে যাত্রীদের মধ্যে। এয়ারলাইনসগুলোর পাশাপাশি উদ্বিগ্ন ভারতের বেসামরিক বিমান পরিবহণ মন্ত্রণালয়ও।
এ সংকট কাটাতে কাজ করা হচ্ছে বলে জানিয়েছেন ভারতের সিভিল এভিয়েশন বিষয়ক মন্ত্রী মুরলিধর মহল। ভারতীয় সংবাদমাধ্যম সিএনবিসি টিভি১৮ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। এতে বলা হয়, ব্যুরো অব সিভিল এভিয়েশন সিকিউরিটি (বিসিএএস) ও ইন্টিলিজেন্স ব্যুরো (আইবি) এই সংকট সমাধানে এরই মধ্যে মাঠে নেমে পড়েছে।
কারা এসব হুমকি দিচ্ছেন? এ নিয়ে সিভিল এভিয়েশন বিষয়ক মন্ত্রী মুরলিধর মহলের কাছে জানতে চায় সংবাদমাধ্যম সিএনবিসি টিভি১৮। তিনি বলেন, এসব হুমকির ৭০-৮০ শতাংশ আসছে ভারতের বাইরে থেকে। তবে দেশের ভেতর থেকেও হুমকি আসছে। সেগুলো চিহ্নিত করে তদন্ত শুরু করেছে পুলিশ।