"

কুমিল্লায় যুবদল নেতা ‘ফেন্সি কামাল’ গ্রেপ্তার


কুমিল্লার বুড়িচংয়ে কামাল হোসেন নামে এক যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। শুক্রবার (২৫ অক্টোবর) সকালে উপজেলার জগতপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তার কামাল হোসেন বুড়িচং সদর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক। তিনি স্থানীয়ভাবে ফেন্সি কামাল নামে পরিচিত।


জানা গেছে, দেলোয়ার হোসেন ও সারদুল ইসলাম নামে দুই মাদককারবারিকে গ্রেপ্তার করা হয়। সে সময় ২১০টি ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতেই যুবদল নেতাকে গ্রেপ্তার করে যৌথবাহিনী।


স্থানীয়রা জানান, যুবদল নেতা কামাল হোসেন এলাকার চিহ্নিত মাদক কারবারি। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে মাদক সরবরাহ করে আসছেন। এ জন্য তিনি ফেন্সি কামাল নামে পরিচিত।বুড়িচং থানার ওসি আজিজুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, শুক্রবার ভোরে ২১০টি ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করে যৌথবাহিনী। পরে তাদের জিজ্ঞাসাবাদে আটকরা জানান, কামাল হোসেন নামে একজনের কাছ থেকে মাদক সংগ্রহ করেছেন। পরে যৌথবাহিনী কামালকেও গ্রেপ্তার করে। কামালের বিরুদ্ধে আগে মাদকের একাধিক মামলা রয়েছে
Previous Post Next Post

Random Manga

Ads

نموذج الاتصال