"

তেল আবিবে সন্ত্রাসী হামলা, বহু হতাহত


ইসরায়েলের তেল আবিবে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। রোববার (২৭ অক্টোবর) টাইমস অব ইসরায়েলের লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

খবরে বলা হয়েছে, ট্রাক দিয়ে তেল আবিবের গ্লিলট এলাকায় এক বাস স্টান্ডে অপেক্ষারত লোকদের পিষে দেওয়া হয়েছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছে। এদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর। 

দেশটির পুলিশ এই ঘটনাকে সন্ত্রাসী হামলা হিসেবে উল্লেখ করেছে। এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, এই মুহূর্তে ঘটনাস্থল ঘিরে তদন্ত করা হচ্ছে। 

গত বছরের ৭ অক্টোবর থেকে ইসরায়েলে ও হিজবুল্লাহর মধ্যে পাল্টাপাল্টি গুলি বিনিময় চলছে। গাজা যুদ্ধে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে গত বছরের নভেম্বর থেকে ইসরায়েলের ওপর আক্রমণ চালাচ্ছে ইরান সমর্থিত লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠী।

এর জবাবে লেবাননের হিজবুল্লাহর স্থাপনা লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইসরায়েল। সেইসঙ্গে চলতি মাসের শুরুর দিক থেকে লেবাননে স্থল অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। 

ইত্তেফাক/
Previous Post Next Post

Random Manga

Ads

نموذج الاتصال