"

ভারতে পালানোর সময় এস আলম গ্রুপের কর্মকর্তা আটক


আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে পালানোর চেষ্টা করার সময় সুজন কান্তি দে (৪৪) নামে আলোচিত এস আলম গ্রুপের এক কর্মকর্তাকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশ তাঁকে আটক করে। 

আটক সুজন এস আলম গ্রুপের সিনিয়র ডেলিভারি অফিসার বলে জানা যায়। তিনি চট্টগ্রামের আনোয়ারা উপজেলার মালঘর গ্রামের সঞ্জিত কান্তি দের ছেলে।

আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশের ওসি মো. খায়রুল আলম বলেন, বিকেলে সুজন কান্তি দে ভারত যাওয়ার জন্য আখাউড়া স্থলবন্দরে আসেন। তাঁর বিরুদ্ধে এস আলম গ্রুপের কর্ণধারকে বিদেশে অর্থপাচারের কাজে সহযোগিতা করার অভিযোগসহ আনোয়ারা থানায় মামলা রয়েছে।

আনোয়ারা থানা পুলিশের রিকুইজিশনের প্রেক্ষিতে সুজনের বাইরে যাওয়া ঠেকিয়ে তাঁকে আটক করা হয় বলে জানান ওসি।
Previous Post Next Post

Random Manga

Ads

نموذج الاتصال