"

শেখ হাসিনাকে রাজনীতিতে নিষিদ্ধ করতে হবে: লায়ন ফারুক


১২ দলীয় জোটের অন্যতম শীর্ষনেতা ও বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মো. ফারুক রহমান বলেছেন, শুধু ছাত্রলীগ নয়, শেখ হাসিনাকেও রাজনীতিতে নিষিদ্ধ করতে হবে। কারণ, তিনি জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর গণহত্যার নির্দেশদাতা! তাকে অবিলম্বে ভারত থেকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে। এটা জুলাই গণবিপ্লবের আকাঙ্ক্ষা।

রবিবার রাজধানীর সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ এলডিপির প্রতিনিধি সভায় এসব কথা বলেন তিনি।অন্তর্বর্তী সরকারের উদ্দেশে ফারুক রহমান বলেন, আপনারা রাষ্ট্রকাঠামোর প্রয়োজনীয় সংস্কার করে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দিন। মানুষ ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। বিগত আওয়ামী লীগ সরকার জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। বিগত তিনটি জাতীয় নির্বাচনে তারা ভোট দিতে পারেনি।

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গত বছর রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা ঘোষণা করেছেন। ওই ৩১ দফা বাস্তবায়ন করলেই বাংলাদেশে পূর্ণাঙ্গ গণতন্ত্র প্রতিষ্ঠা হবে।

প্রতিনিধি সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক প্রধান অতিথির বক্তব্য দেন।

বাংলাদেশ এলডিপির নেতা সৈয়দ ইব্রাহিম রওনকের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন- ১২ দলীয় জোট শরিক জাতীয় দলের সৈয়দ এহসানুল হুদা, বাংলাদেশ এলডিপির শাহাদাত হোসেন সেলিম, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের গোলাম মহিউদ্দিন ইকরাম, বিকল্পধারা বাংলাদেশের নুরুল আমিন ব্যাপারী, ইসলামী ঐক্যজোটের মাওলানা আব্দুল করিম, কল্যাণ পার্টির শামসুদ্দিন পারভেজ প্রমুখ নেতা।
Previous Post Next Post

Random Manga

Ads

نموذج الاتصال