"

ঘূর্ণিঝড় ‘দানার’ প্রভাবে ঝালকাঠিতে বৃষ্টি


প্রবল ঘূর্ণিঝড় দানার প্রভাবে উপকূলীয় জেলা ঝালকাঠিতে বৃষ্টি শুরু হয়েছে। এ ছাড়া জেলার বিভিন্ন এলাকায় আকাশ মেঘলা রয়েছে।


বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বেলা ১১টা থেকে জেলার বিভিন্ন স্থানে দমকা বাতাসসহ বৃষ্টি শুরু হয় ।


এদিকে বুধবার (২৩ অক্টোবর) বিকেলে জেলা প্রাশাসনের উদ্যোগে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আশরাফুর রহমান।


সভায় জানানো হয়, ঘূর্ণিঝড়ের সময়ে আশ্রয়ের জন্য জেলায় ৮২৩টি শিক্ষাপ্রতিষ্ঠান ও ৬২টি সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখা হয়েছে। প্রস্তুত রয়েছে ৩৭টি মেডিকেল টিম, ফায়ার সার্ভিসের ৮টি উদ্ধারকারী দল। এ ছাড়া নগদ ৫ লাখ টাকা এবং জরুরি মুহূর্তে বিতরণের জন্য ৪০০ টন চাল মজুদ রয়েছেঝালকাঠি পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী এ. কে. এম. নিলয় পাশা কালবেলাকে বলেন, ঝালকাঠিতে নদ নদীর পানি বিপৎসীমার নিচে রয়েছে। কিছু কিছু এলাকায় ঝুঁকিপূর্ণ বাঁধ রয়েছে। যেগুলো বরাদ্দ পেলে করা হবে।


ঝালকাঠি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মনিরুল ইসলাম কালবেলাকে বলেন, যদি অতিরিক্ত বৃষ্টি হতে থাকে তাহলে কিছু শাকসবজির ক্ষতি হতে পারে।
Previous Post Next Post

Random Manga

Ads

نموذج الاتصال