"

গাজায় ইসরায়েলের হামলায় আরও ৫৫ ফিলিস্তিনি নিহত


গাজায় বর্বর ইসরায়েলের হামলায় আরও অর্ধশতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে উপত্যকাটিতে মোট নিহতের সংখ্যা ছাড়ালো ৪২ হাজার ৮০০। খবর আনাদোলু।বার্তা সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় আরও অন্তত ৫৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে গত বছরের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত মোট নিহতের সংখা দাড়িয়েছে ৪২ হাজার ৮৪৭। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
মন্ত্রণালয় বলেছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় ৫৫ জন নিহত এবং ১৩২ জন আহত হয়েছেন। অব্যাহত হামলায় এ পর্যন্ত অন্তত এক লাখ ৫৪৪ জন ব্যক্তি আহত হয়েছেন। উদ্ধারকারীরা পৌঁছাতে পারছেন না বলে অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন। উপত্যকা ধ্বংসস্তূপের নিচে এখনও ১০ হাজারেরও বেশি লোক নিখোঁজ রয়েছেন।

উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলা চালায় হামাস। এরপর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে।



ঢাকাটাইমস
Previous Post Next Post

Random Manga

Ads

نموذج الاتصال