গাজার উত্তরাঞ্চলীয় বেইত লাহিয়ার আবাসিক এলাকায় কয়েকটি ভবনে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি দখলদার বাহিনী। এ হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪০ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে বেশ কয়েকজন শিশু ও নারী রয়েছে।
স্থানীয় সময় শনিবার (২৬ অক্টোবর) রাতে বেইত লাহিয়ার পশ্চিম গোলচত্বরের কাছে অন্তত পাঁচটি বাড়ি লক্ষ্য করে চালানো এই হামলায় প্রায় ৮০ জন আহত হয়েছেন। বাড়িগুলো স্থানীয় আবু শাদাক, আল-মাসরি ও সালমান পরিবারের।
স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি মাসের শুরুতে উত্তর গাজায় ব্যাপক আকার হামলা শুরু করে ইসরায়েলি দখলদার বাহিনী। এরপর থেকে শুধু ওই এলাকাতেই প্রায় ১ হাজার ফিলিস্তিনির মৃত্যু হয়েছে।
২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের ফলে এখন পর্যন্ত কমপক্ষে ৪২ হাজার ৮৪৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ১ লাখ ৫৪৪ জনেরও বেশি।
হাজার হাজার লোক ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। ইসরায়েলি হামলার কারণে জরুরি ও বেসামরিক প্রতিরক্ষা দেবাও পৌঁছানো যাচ্ছে না।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পক্ষ থেকে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান এবং আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতের নির্দেশনা থাকলেও ইসরাইলি গণহত্যা অব্যাহত রয়েছে।
তথ্যসূত্র: ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা
ইত্তেফাক