"

স্বেচ্ছাসেবক দলের নেতাকে কোপাল ছাত্রদল-ছাত্রলীগের কর্মীরা

Random Manga


চুয়াডাঙ্গায় স্বেচ্ছাসেবক দলের নেতা শাহজামালকে কুপিয়ে জখম করেছেন ছাত্রদল ও ছাত্রলীগের নেতাকর্মীরা। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) রেফার করেন চিকিৎসক।
শনিবার (২৬ অক্টোবর) বিকেলে চুয়াডাঙ্গা পৌর এলাকার ফার্মপাড়ায় থানা ছাত্রদলের এক নেতার বাড়িতে এ ঘটনা ঘটে। আহত শাহজামাল চুয়াডাঙ্গা পৌর এলাকার ফার্মপাড়ার জয়নুদ্দিন মোল্লার ছেলে এবং জেলা স্বেচ্ছাসেবক দলের শিল্প বিষয়ক সম্পাদক।

রাতেই আহত শাহজামাল জানান, শনিবার বিকেলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। এরই জেরে ছাত্রদল ও ছাত্রলীগ কর্মীরা মিলে আমাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেন। এতে আমার একটি হাতের তিনটি আঙুল প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। এরপর উন্নত চিকিৎসার জন্য পঙ্গু হাসপাতালের উদ্দেশ্যে চুয়াডাঙ্গা ত্যাগ করেছি।

চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম পিটু জানান, ঘটনাটি আমি শুনেছি। তবে এই মুহূর্তে আমি বিস্তারিত কিছু বলতে পারছি না। খোঁজখবর নিয়ে পরে জানাব। 

চুয়াডাঙ্গা সদর থানার ওসি খালেদুর রহমান বলেন, একজনকে কুপিয়ে জখম করেছে বলে শুনেছি। এতে তার হাতের তিনটি আঙ্গুল প্রায় বিচ্ছিন্ন হয়েছে। আমরা তাকে থানায় এসে মামলা করতে বলেছি।  


ডেইলি-বাংলাদেশ

Ads

Previous Post Next Post

نموذج الاتصال