"

শান্তর পদত্যাগ, টেস্ট ও টি-টোয়েন্টির নতুন অধিনায়কের নাম ঘোষণা করলো বিসিবি


বাংলাদেশের অধিনায়কত্ব নিয়ে চিন্তাভাবনা শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বর্তমান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বেশ কিছুদিন ধরেই ফর্মে নেই, যা দলীয় পারফরম্যান্সে নেতিবাচক প্রভাব ফেলছে। তার অধিনায়কত্বে তিন ফরম্যাটে টানা ৩২ ম্যাচে মাত্র একটি ফিফটি করতে পেরেছেন, যা প্রায় সাড়ে সাত মাস ধরে চলা ফর্মহীনতা।

এমতাবস্থায়, বিসিবি বিকল্প নেতৃত্ব খুঁজতে শুরু করেছে, যেখানে সবচেয়ে সম্ভাবনাময় নামটি হলো মেহেদী হাসান মিরাজ। তিনি গত দুই বছর ধরে ব্যাট ও বল হাতে দুর্দান্ত পারফরমেন্স করে আসছেন। চলমান টেস্ট চ্যাম্পিয়নশিপে ৫৩৮ রান ও ৩০ উইকেট নিয়ে নিজের সামর্থ্য প্রমাণ করেছেন।

সম্প্রতি পাকিস্তানের বিপক্ষে সিরিজে তার অসাধারণ পারফরম্যান্স এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার মাধ্যমে নতুন অধিনায়ক হিসেবে তার দাবিটা আরো জোরালো হয়েছে।

সূত্র মতে, তিন ফরমেটে অধিনায়ক থাকছেন না নাজমুল হোসেন শান্ত। কেননা তার যে পারফরমেন্স তাতে তার দলে থাকায় প্রশ্নবিদ্ধ। অধিনায়ক কোটায় দলে রাখতে বাধ্য হচ্ছে বিসিবি সিলেকশন প্যানেল। এবার বাংলাদেশের প্রধান নির্বাচকসহ বাকি দুই নির্বাচক হান্নান ও আব্দুর রাজ্জাক একমত হয়েছেন।

নাজমুল হোসেন শান্তকে দুই ফরমেটের অধিনায়ক থেকে বাদ দিয়ে মিরাজকে দায়িত্ব দেয়া হবে। বিশেষ করে টেস্ট ফরমেটে মিরাজকে অধিনায়ক করতে একমত সিলেকশন প্যানেলসহ বেশ কয়েকজন বোর্ড পরিচালক। বর্তমানে ৮-১০ জন বোর্ড পরিচালক নিজেদের কাজ চালিয়ে যাচ্ছেন। তাদের মধ্যে মিরাজকে অধিনায়ক করার বিষয়ে গভির আলোচনা হয়েছে। প্রায় নীতিগত সিদ্ধান্ত নেয়া শেষ।

ইতিমধ্যে বিসিবি সভাপতি ফারুক আহমেদ মিরাজের সাথে কথা বলেছেন তিনি রাজি আছেন কিনা বা তিনি রেডি আছেন কিনা। মিরাজও জানিয়েছেন আমি প্রস্তুত জাতীয় দলকে লিড করার জন্য। এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণার পালা
Previous Post Next Post

Random Manga

Ads

نموذج الاتصال