"

সেনাবাহিনীর গাড়িতে হা’ম’লা, ২ সেনা নি’হ’ত


ভারতের জম্মু ও কাশ্মীরের গুলমার্গ এলাকায় ভারতীর সেনাবাহিনীর একটি গাড়িতে হামলার ঘটনায় ২ ভারতীয় সেনা নিহত হয়েছেন। এ ছাড়া আরও ২ বেসামরিক ব্যক্তিও নিহত হয়েছেন বলে জানা যায়। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতের জম্মু ও কাশ্মীরের উত্তর কাশ্মীরের গুলমার্গ এলাকায় এই হামলা করেছে সন্ত্রাসীরা। এখন পর্যন্ত এ ঘটনার বিস্তারিত জানায়নি ভারতের সেনাবাহিনী। তবে এখনো বেশ কয়েকজন আহত বলে জানা যায়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, গুলমার্গের বোটাপাথের এলাকায় গাড়িতে এই হামলা হয়। এর আগে জম্মু ও কাশ্মীরের গানডেরবাল জেলায় এক শ্রমিককে গুলি করা হয়। এরপরই এই সন্ত্রাসী হামলা হলো সেনাবাহিনীর একটি গাড়িতে।

কাশ্মীরের পরিস্থিতি এখন অশান্ত। তিনদিন আগে সেখানে ছয়জন নির্মাণশ্রমিক ও এক চিকিৎসককে হত্যা করা হয়।

গত ১৮ অক্টোবর সোপিয়ান জেলায় বিহারের এক শ্রমিককে হত্যা করেছে জঙ্গিরা। জৈনপুরের স্থানীয় মানুষ গুলিবিদ্ধ শ্রমিকের দেহ দেখে পুলিশে খবর দেয়। অনন্তনাগের সঙ্গম এলাকায় থাকতেন অশোক চৌহান নামের ওই শ্রমিক।
Previous Post Next Post

Random Manga

Ads

نموذج الاتصال