মূলত বাংলাদেশ ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ার পর থেকেই এই শব্দযুগলের মাধ্যমে ফেসবুকে ট্রল করছেন অনেকে। কারণ, ছাত্রলীগের নেতাকর্মীরা বিভিন্ন সময় সংগঠনটিকে নিজেদের যৌবনের প্রথম প্রেম বলে জাহির করতেন এবং সমাজিক মাধ্যমে পোস্ট দিতেন। যা নিয়ে বিভিন্ন সময় ফেসবুকে হাস্যরসের জন্ম দিয়েছে।
তবে বুধবার রাতে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতীম সংগঠনটি নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারির পর থেকে উচ্ছ্বাস প্রকাশ করে অনেকে ফেসবুকে পোস্ট দিচ্ছেন। অনেকে ছাত্রলীগ নিষিদ্ধের খবর শেয়ার করে সেখানে ‘যৌবনের প্রথম প্রেম’ মন্তব্য করে ট্রল করছেন।
ছাত্রলীগ নিষিদ্ধের পর বুধবার রাত সাড়ে দশটার দিকে বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ফেসবুকে ‘ঈদ মোবারক’ লিখে একটি পোস্ট দেন। ওই পোস্টের মন্তব্যের ঘরে একজন লেখেন, ‘যৌবনের প্রথম ছ্যাকা।’
যৌবনের প্রথম প্রেম- আগেও ভাইরাল হয়েছে। ২০১৯ সালে ২৪ জুলাই ছাত্রলীগের তৎকালীন সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী ফেসবুক এবং টুইটারে (বর্তমানে এক্স) একটি পোস্ট দেন। এতে যৌবনের প্রথম প্রেম ‘ছাত্রলীগ’ না লিখে তিনি লেখেন ‘ছাএলীগ’।রাব্বানী লিখেছিলেন, ‘যদিও সে বেশ জানে....তবুও তাকে আরেকবার বলে দিও’। এটি লেখার সাথে তিনি দুটি ছবি পোস্ট করেন যাতে লেখা ছিলো ‘তাকে বলে দিও যৌবনের প্রথম প্রেম ‘‘ছাএলীগ’’।
এরপর তিনি ব্যাপক ট্রলের শিকার হন। ছাত্রলীগের নেতাকর্মীরাও ওই সময় তার পোস্ট নিয়ে রসিকতা করতে ছাড়েননি। অনেকেই সেই ছবি ডাউনলোড, স্ক্রিনশট দিয়ে নিজেদের ফেসবুক টাইমলাইনে পোস্ট করে সমালোচনা করেন
সংবাদমাধ্যমেও এমন শিরোনাম হয়- ‘যৌবনের প্রথম প্রেমেও ছাত্রলীগ সাধারণ সম্পাদকের বানান ভুল’।
২০২০ সালে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর উপলক্ষে জনসভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছিলেন, ‘ছাত্রলীগ আমাদের শৈশবের ভালোবাসা, কৈশোরের উচ্ছ্বাস, যৌবনের প্রেম ও বার্ধক্যের বিশ্বাস’।ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ার পর তার বক্তব্য সামনে এনেও অনেকে এখন ট্রল করছেন।
এদিকে জাতীয় শিক্ষক বাতায়নে ‘যৌবনের প্রথম প্রেম বাংলাদেশ ছাত্রলীগ’। শিরোনামে মোছাঃ লাকী আখতার পারভীন নামে একজন সহকারি শিক্ষকের ভিডিও প্রকাশ করা হয়। তবে বর্তমানে ইউটিউবের ওই লিংকে ভিডিওটি দেখা যাচ্ছে না, প্রাইভেট করে রাখা হয়েছে
Tags
ছাত্রলীগ