"

ব্রাহ্মণবাড়িয়ায় ঢাবির ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ৪


ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ক্রীড়াবিষয়ক সম্পাদক জাহিদুল হক শুভকে (২৫) গ্রেপ্তার করেছে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ। আজ শুক্রবার ভোরে সদর উপজেলার তালশহর পূর্ব ইউনিয়ন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।


শুভ আশুগঞ্জ উপজেলার লামা বাইক এলাকায় আনিসুল হকের ছেলে। তার বিরুদ্ধে ঢাকার শাহবাগ থানায় ও ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় পৃথক দুটি বিস্ফোরক মামলা রয়েছে।এদিকে পৃথক মামলায় উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যানসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার ভোরে জেলার বিজয়নগর থানা ও সদর মডেল থানার পুলিশ যৌথভাবে শহরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন– বিজয়নগর উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি আদেল মোহাম্মদ জাহাঙ্গীর (৫৬), সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান মান্না (৫৫), ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাহিদ সরকার (৪২)।


ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফফর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের যৌথ অভিযানে শহরের বিভিন্ন স্থান থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিস্ফোরক মামলা রয়েছে। দুপুরের দিকে আদালতে তাদের সোপর্দ করা হয়েছে
Previous Post Next Post

Random Manga

Ads

نموذج الاتصال