"

রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে, প্রতিহিংসা নয় : ব্যারিস্টার রাজীব


রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে, প্রতিহিংসা নয়। আওয়ামী লীগ সরকার প্রতিহিংসার যে রাজনীতির চর্চা করেছে আমরা তা করবে না বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান।


শনিবার (২৬ অক্টোবর) বিকেলে লালমনিরহাটের হাতীবান্ধায় বড়খাতা ইউনিয়ন বিএনপির এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।


ব্যারিস্টার রাজীব বলেন, রাষ্ট্রনায়ক তারেক জিয়ার ৩১ দফার আলোকে বিএনপি দেশ পরিচালনা করবে। বৈষম্যহীন, অংশগ্রহণমূলক নির্বাচন, সবার সমঅধিকার বিনির্মাণে কাজ করছে বিএনপি।


তিনি বলেন, আওয়ামী লীগ সরকার সারা দেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। প্রতিহিংসার রাজনীতির কারণে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া বিনা অপরাধে সাজাভোগ করেছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির হাতকে শক্তিশালী করতে ধানের শীষ মার্কায় সবার কাছে ভোট প্রত্যাশা করেন তিনি।


বড়খাতা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুর রহমানের সভাপতিত্বে ওই মতবিনিয়র সভায় প্রধান অতিথি ছিলেন- বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক মোশাররফ হোসেন, সদস্য সচিব আফজাল হোসেন মিয়া, যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোবাইদুর সরকার, সদস্য আব্দুল হাই ও বড়খাতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল বারী প্রমুখ।
Previous Post Next Post

Random Manga

Ads

نموذج الاتصال