দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ করে কাঠগড়ায় কেনো ব্যারিস্টার সুমন ভাই ?
বাংলাদেশের মধ্যে অনেক বড় বড় স্বনামধন্য আইজীবী রয়েছেন কিন্তু উনার মতো রাস্ট্রের স্বার্থে, দেশের মানুষের কল্যাণে , নির্যাতিত-নিপীড়িত মানুষের পক্ষে, দুর্নীতিবাজদের বিরুদ্ধে এত মামলা আর কেউ কি করেছেন ?
১। এস আলম বিদেশে অবৈধভাবে টাকা পাচারের জন্য রিট মামলা করেন ।
Suo muto rule 12/2024 Civil Petition No. 2483/2023
ফলাফলঃ দুদককে তদন্তের নির্দেশ প্রদান করেন হাইকোর্ট কিন্তু সুপ্রিম কোর্ট উক্ত আদেশ বাতিল করেন তবে দুদুকে তদন্ত করার স্বাধীনতা প্রদান করেন ।
২। বাফুফের সহ-সভাপতি সালাম মুর্শিদির অবৈধভাবে গুলশানে বাড়ি দখলের জন্য হাইকোর্টে রিট মামলা করেন।
WP.No.13015/2022
ফলাফলঃ হাইকোর্ট গণপূর্তকে ৩০০ কোটি টাকা মূল্যের বাড়ি রাষ্ট্রের অনুকূলে নেয়ার রায় প্রদান করেন।
৩। আবদুস সোবহান গোলাপের অবৈধ সম্পদ ও বিদেশে টাকা পাচারের বিষয়ে হাইকোর্টে রিট মামলা করেন।
WP.No. 2610/2023
ফলাফলঃ হাইকোর্ট দুদককে তদন্তের নির্দেশ দেন, মামলাটি চলমান রয়েছে।
৪। নুসরাত হত্যা মামলায় জড়িত ওসি মোয়াজ্জেম হোসেন এর সাজার জন্য জজ কোর্টে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন।
ফলাফলঃ উক্ত মামলায় ওসি সাহেবের ৮ বছরের সাজা হয়।
৫। রাস্তার মধ্য থেকে বৈদ্যুতিক খুঁটি অপসারণের জন্য হাইকোর্টে রিট মামলা করেন ।
WP.No.1635/2019
ফলাফলঃ সারা দেশে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী সকল খুঁটি অপসারণের নির্দেশ দেন হাইকোর্ট।
৬। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বালিশ কান্ডের তদন্তের জন্য হাইকোর্টে রিট মামলা করেন।
WP.No.5885/2019
ফলাফলঃ উক্ত মামলার কারণে দুদক তদন্ত করে গণপূর্ত বিভাগের ৩০ জনের জড়িত থাকার প্রমাণ পায় এবং ১৬ জন চাকরি হারান ও ব্যবস্থা গ্রহণ করা হয়।
৭। পুলিশ হেফাজতে থাকা আইনজীবি পলাশ কুমার রায়ের মৃত্যু তদন্তের জন্য হাইকোর্টে রিট মামলা করেন।
WP.No.13705/2018
ফলাফলঃ তদন্ত রিপোর্টের ভিত্তিতে সারা দেশের জেল কারাগারের নিরাপত্তা বাড়াতে হাইকোর্টের নির্দেশ।
৮। সুদ কারবারিদের অপসারণের জন্য হাইকোর্টে রিট মামলা করেন।
WP.No.7500/2021
ফলাফলঃ সারা দেশে অনিবন্ধিত এনজিও সুদ কারবারিদের আইনের আওতায় আনার আদেশ প্রদান করা হয়, মামলাটি এখন চলামান রয়েছে।
৯।বোরাক টাওয়ার (হোটেল শেরাটন) সিটি কর্পোরেশনের কর ফাঁকি দেওয়ায় দুদক অনুসন্ধানের জন্য হাইকোর্টে রিট মামলা করেন।
WP.No.7415/2023
ফলাফলঃ এই মামালার মাধ্যমে দক্ষিণ সিটি কর্পোরেশন প্রায় ৮০০ কোটি টাকার সম্পতি বুঝে পায়।
১০। বেনজীর ইস্যু সাবেক আইজিপি বেনজীরের দুর্নীতি অনুসন্ধানের জন্য দুদককে অভিযোগ প্রদান করেন ।
ফলাফলঃ দুদক অনুসন্ধান শুরু করে ।
১১। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের দুর্নীতির অনুসন্ধানের জন্য হাইকোর্টে রিট মামলা করেন।
WP.No.7488/2023
ফলাফলঃ হাইকোর্ট দুদককে তদন্তের নির্দেশ দেন মামলাটি চলমান রয়েছে ।
১২। বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ দুর্নীতির অভিযোগের তদন্তের জন্য হাইকোর্টে রিট মামলা করেন।
WP.No.5754/2023
ফলাফলঃ হাইকোর্ট দুদককে তদন্তের নির্দেশ দেন মামলাটি চলমান রয়েছে ।
১৩। রমনা থানার ওসি মনিরুলের দুর্নীতির বিরুদ্ধে হাইকোর্টে রিট মামলা করেন ।
WP.No. 9549/2022
ফলাফলঃ হাইকোর্ট দুদককে তদন্তের নির্দেশ দেন মামলাটি চলমান রয়েছে ।
১৪। ওয়াসার এমডি তাকসিন এ খানের বিরুদ্ধে হাইকোর্টে রিট মামলা করেন ।
WP.No.15158/2022
ফলাফলঃ হাইকোর্ট দুদককে তদন্তের নির্দেশ দেন মামলাটি চলমান রয়েছে ।
১৫। সরকারি কর্মকর্তাদের অপ্রয়োজনীয় বিদেশ যাত্রা বাতিলের জন্য রিট মামলা করেন।
WP.No. 9031/2022
ফলাফলঃ সরকারিভাবে আর অপ্রয়োজনীয় বিদেশ যাত্রা হবে না এরকম মৌখিক আশ্বাসের ভিত্তিতে রিটটি খারিজ করা হয়।
১৬। বঙ্গবন্ধু বিষয়ক বই কেনাবেচায় মেধা স্বত্ব চুরি করে বিশ কোটি টাকার দুর্নীতির বিরুদ্ধে রিট মামলা করেন । WP.No.5070/2020
ফলাফলঃ পর্যবেক্ষণের সহিত রুলটি খারিজ করা হয়।
১৭। বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব শিকদার কে মৃত্যুর পর রাষ্ট্রীয় মর্যাদা প্রদান না করায় হাইকোর্টে রিট মামলা করেন।
WP.No.1704/2022
ফলাফলঃ শোকজ করা হয় এবং রিটটি চলমান রয়েছে।
১৮। আরামবাগ ক্রিয়া চক্রের ম্যাচ ফিক্সিংয়ে জড়িতদের বিরুদ্ধে হাই কোর্টে রিট মামলা করেন।
WP.No. 9050/2021
ফলাফলঃ রুল প্রদান করা হয় যা চলমান রয়েছে ।
১৯। প্রেসক্রিপশন ছাড়া সকল ফার্মেসিতে এন্টিবায়োটিক বিক্রি বন্ধের নির্দেশ প্রদান করার জন্য হাইকোর্টে রিট মামলা করেন ।
WP.No.4608/2019
ফলাফলঃ প্রেসক্রিপশন ছাড়া এন্টিবায়োটিক ঔষধ বিক্রি বন্ধের নির্দেশ দেন।
২০। অপ্রয়োজনীয় সিজার বন্ধে হাইকোর্ট এ রিট মামলা করেন।
WP.No. 6911/2019
ফলাফলঃ অন্য রিটে একই বিষয়ের উপর আদেশ থাকায় রিটটি খারিজ করা হয় ।
২১। একজন বিচারপতির ছেলের পরীক্ষা ছাড়া হাইকোর্টের আইনজীবী হিসাবে জারি করা অবৈধ গেজেট পাশের বিরুদ্ধে হাইকোর্টে রিট মামলা করেন ।
WP no 13142/19
ফলাফলঃ সুপ্রিম কোর্টে মামলাটি চলমান আছে ।