"

ছাত্রলীগের সাবেক নেতা ইয়াজ গ্রে’প্তা’র

 

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখার সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি ইয়াজ আল রিয়াদকে গ্রেপ্তার করেছে পুলিশ।


বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এক খুদে বার্তায় ইয়াজকে গ্রেপ্তারের কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এতে বলা হয়, ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি) ইয়াজকে গ্রেপ্তার করেছে।


তবে কোনো অভিযোগে বা মামলায় ইয়াজকে গ্রেপ্তার করা হয়েছে, তা খুদে বার্তায় উল্লেখ করা হয়নি। কখন কোথায় থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে, তা-ও জানা যায়নি।


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির দাবির মুখে আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। বুধবার রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে ছাত্রলীগকে নিষিদ্ধের সিদ্ধান্তে কথা জানানো হয়। ‘সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯’-এর ক্ষমতাবলে সংগঠনটিকে নিষিদ্ধ করা হয়।

Previous Post Next Post

Random Manga

Ads

نموذج الاتصال