"

বাংলাদেশ সীমান্তের কাছে নতুন করে ১২ পুলিশ ফাঁড়ি বসাচ্ছে আসাম


বাংলাদেশ সীমান্তের কাছে ১২ গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ ফাঁড়ি বসানোর ঘোষণা দিয়েছে ভারতের আসাম রাজ্য সরকার।

শুক্রবার (২৫ অক্টোবর) রাজ্যটির মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা 'কৌশলগত সীমান্তবর্তী জেলাগুলোতে' ১২টি নতুন পুলিশ স্টেশন স্থাপনের পরিকল্পনা ঘোষণা করেছেন।

হিমন্ত বিশ্বশর্মা জানিয়েছেন, এই উদ্যোগের লক্ষ্য কেন্দ্রীয় সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় জোরদার করা, আইন প্রয়োগকারী সংস্থাকে শক্তিশালী করা এবং আন্তঃসীমান্ত নজরদারি উন্নত করা।

তিনি বলেছেন, এই নতুন নিরাপত্তা চৌকিগুলো আসামের সীমান্তবর্তী জেলা কাছাড়, করিমগঞ্জ, ধুবরি এবং দক্ষিণ সালমারায় অবস্থিত হবে। এটি শক্তিশালী সীমান্ত ব্যবস্থাপনা সহজতর করবে এবং স্থানীয় বাসিন্দাদের সুরক্ষা নিশ্চিত করবে।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য স্টেটসম্যানের প্রতিবেদনে বলা হয়েছে, গত দুই মাসে আসাম পুলিশ রাজ্যে প্রবেশের চেষ্টা করা ১৩০ জনেরও বেশি 'অবৈধ অভিবাসীকে' আটক করেছে। সর্বশেষ ২২ অক্টোবরও আরেকটি অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে দেয় তারা।

ইত্তেফাক
Previous Post Next Post

Random Manga

Ads

نموذج الاتصال