"

মাদক সেবনরত অবস্থায় ছাত্রলীগ-ছাত্রদলের ৭ নেতাকে সাজা


নেত্রকোনা জেলা শহরের নতুন জেলখানা রোডস্থ একটি অটোরিক্সার গ্যারেজে বৃহস্পতিবার রাতে মাদক সেবীদের আসরে অভিযান চালিয়েছে সেনাবাহিনী। গাঁজা সেবনরত অবস্থায় আটক ৭ জনকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে বিজ্ঞ বিচারক প্রত্যোককে ৭ দিনের কারাদন্ড এবং ১০০ টাকা জরিমানার আদেশ প্রদান করেছেন।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ৯টার দিকে সদর ক্যাম্পের সদস্যরা নতুন জেলখানা রোডস্থ একটি অটোর গ্যারেজে অভিযান পরিচালনা করেন। এ সময় মাদক সেবনরত অবস্থায় ছাত্রলীগ নেতা সিফাত আল সাদি, মো. হিরা, অভিজিৎ সাহা মন্ডল, আব্দুল সামি সৌরভ, মো. সিমুল খান, মো. রুবেল, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক বাপ্পিকে আটক করা হয়।পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর, মডেল থানা পুলিশকে অবহিত করে আটককৃতদের সদর উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মোহাম্মদ আশরাফুল কবিরের ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে বিজ্ঞ বিচারক ৭ দিনের কারাদন্ড এবং ১০০ টাকা জরিমানার আদেশ প্রদান করেছেন।

ক্রেডিট :ডেইলি ইনকিলাব 
Previous Post Next Post

Random Manga

Ads

نموذج الاتصال