"

পিরোজপুরে সাবেক মন্ত্রী রেজাউল করিমসহ ২০০ জনের বিরুদ্ধে মামলা


পিরোজপুর-১ আসনের সাবেক এমপি ও মন্ত্রী শ.ম রেজাউল করিমসহ ২০০ জনের নামে বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুরসহ বিস্ফোরক আইনে মামলা করা হয়েছে। এই মামলায় আরো ১৬০ জনকে অজ্ঞাত আসামি রাখা হয়েছে।

বুধবার রাতে উপজেলা বিএনপির সদস্য সচীব আবু হাসান খান বাদী হয়ে মামলাটি করেন।


ওই মামলার উল্লেখযোগ্য অন্য আসামিরা হলেন- নাজিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এসএম নুরে আলম সিদ্দিকী শাহীন, সাবেক ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রঞ্জু, উপজেলা কৃষকলীগের আহ্বায়ক এসএম নজরুল ইসলাম বাবুল, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক চঞ্চল কান্তি বিশ্বাস সহ ৪০ জনকে নামীয় এবং আরো ১৬০ জনকে অজ্ঞাত করে ২০০ জনের নামে মামলা করা হয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচি হিসাবে গত ২০২২ সালের ৯ আগস্ট বিকালে একটি সমাবেশের আয়োজন করে দলটি। সেই কর্মসূচিতে সাবেক মন্ত্রী শ.ম রেজাউল করিমের নির্দেশে হামলা ভাঙচুর ও লুটপাটসহ বোমা বিস্ফোরণের অভিযোগ করা হয়। নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদ আল ফরিদ মামলা দায়েরের তথ্য নিশ্চিত করে বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ঢাকা টাইমস
Previous Post Next Post

Random Manga

Ads

نموذج الاتصال