"

রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি গ্রেপ্তার


নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি তানজির আহমেদ খান রিয়াজকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।


বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাতে উপজেলার তারাবো পৌরসভার রূপসী স্লুইসগেট এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী জানান, রূপগঞ্জ উপজেলার ছাত্রলীগের সভাপতি তানজির আহমেদ খান রিয়াজ রূপসী স্লুইসগেট এলাকায় অবস্থান করছিল বলে যৌথবাহিনী সংবাদ পায়। পরে রাত দশটার দিকে ওই এলাকায় অভিযান পরিচালনা করে নিজ বাড়ি থেকে তানজির আহমেদ খান রিয়াজকে গ্রেপ্তার করে যৌথবাহিনী।


ওসি আরও জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগ রয়েছে রিয়াজের বিরুদ্ধে। এ ছাড়া রূপগঞ্জসহ অন্যান্য থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে তার বিরুদ্ধে। রূপগঞ্জ থানায় আন্দোলন চলাকালীন হওয়া বেশ কয়েকটি হত্যা মামলার আসামি রিয়াজ।


তানজির আহমেদ খান রিয়াজকে ১০ দিনের রিমান্ড চেয়ে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। তবে, এখন পর্যন্ত আদালতে শুনানি হয়নি।
Previous Post Next Post

Random Manga

Ads

نموذج الاتصال