"

ঢাকায় আসছে উচ্চ পর্যায়ের মার্কিন প্রতিনিধি দল


যুক্তরাষ্ট্রের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল আগামী সপ্তাহে বাংলাদেশ সফরে আসছে বলে জানিয়েছেন ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স হেলেন লাফেভ।

বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতে এ তথ্য জানান ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স হেলেন লাফেভ।


প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সাক্ষাতে দুই দেশের পারস্পরিক স্বার্থের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন ড. ইউনূস ও হেলেন লাফেভ।

এসময় সম্প্রতি যুক্তরাষ্ট্রে প্রধান উপদেষ্টার সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট প্রেসিডেন্ট জো বাইডেন ও পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সাম্প্রতিক বৈঠকে আলোচনাকে মূল বিষয় ধরে এ আলোচনা হয়।

বৈঠকে হেলেন লাফেভ প্রধান উপদেষ্টাকে জানান, আগামী কয়েক সপ্তাহের মধ্যে উচ্চ পর্যায়ের একটি মার্কিন প্রতিনিধি দল বাংলাদেশ সফর করবে বলে অবহিত করেন এবং সফর সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করেন।

এ সময় প্রধান উপদেষ্টা ড. ইউনূস এ পর্যন্ত অন্তর্বর্তী সরকারের গৃহীত সংস্কার উদ্যোগগুলোর বিষয়ে কথা বলেন।

তিনি বলেন, ছয়টি বড় সংস্কার কমিশন ইতোমধ্যে কাজ শুরু করেছে। তারা অন্যান্য স্টেকহোল্ডারদের সঙ্গে পরামর্শ করবেন।


ক্রেডিট ঢাকাটাইমস
Previous Post Next Post

Random Manga

Ads

نموذج الاتصال