কুমিল্লার মেঘনায় সভা চলাকালে মাথায় ফ্যান পরে আহত হয়েছে বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূইয়া।
বৃহস্পতিবার বিকালে বিএনপির প্রয়াত স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ারের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক দোয়া ও আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন তিনি।সভা চলাকালে এই দুর্ঘটনা ঘটলে তাকে প্রথমে নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে জরুরি ভিত্তিতে রাজধানীর আগারগাঁও নিউরো হাসপাতালে হস্তান্তর করা হয়। তার মাথায় চারটি সেলাই করা হয়েছে।
ঢাকাটাইমস