"

সুনামগঞ্জে যৌথ অভিযানে রিভলবারসহ যুবক আটক


সুনামগঞ্জ সীমান্তে বিজিবি ও র‌্যাবের যৌথ অভিযানে একটি রিভলবারসহ মোহাম্মদ আব্দুল সিদ্দিক (২৪) নামে এক যুবক আটক হয়েছেন।

বৃহস্পতিবার রাত ৯টার দিকে জেলার দোয়ারাবাজার উপজেলার বোগলা বাজার ইউনিয়নের ইদুকোনা বাজার নামক স্থান থেকে তাকে আটক করা হয়।


আটক মোহাম্মদ আব্দুল সিদ্দিক (২৪) ইদুকোনা গ্রামের মো রুস্তম আলীর ছেলে।

সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ান বিজিবি অধিনায়ক এ কে এম জাকারিয়া কাদির এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

বিজিবি সূত্রে জানা গেছে, সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর অধীনস্থ বাগানবাড়ী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ইদুকোনা বাজার নামক স্থানে বিজিবি ও র‌্যাব অভিযান চালায়। অভিযানে আব্দুল সিদ্দিককে রিভলবারসহ আটক করা হয়।

সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ান বিজিবি অধিনায়ক এ কে এম জাকারিয়া কাদির জানান, ‘আটককৃত যুবককে অস্ত্রসহ র‌্যাব-৯,সুনামগঞ্জ সিপিসি-৩-এর হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।’


(ঢাকাটাইমস
Previous Post Next Post

Random Manga

Ads

نموذج الاتصال