"

হত্যা মামলার আসামি আ.লীগ নেতা ডন গ্রেপ্তার


ময়মনসিংহ সিটি করপোরেশনের ৭নং ওয়ার্ডের সাবেক প্যানেল মেয়র আসিফ হোসেন ডনকে গ্রেপ্তার করেছে পুলিশ।


শুক্রবার (২৫ অক্টোবর) রাত ৩টার দিকে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।


শনিবার (২৬ অক্টোবর) দুপুরে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম এ খবর নিশ্চিত করেন।


গ্রেপ্তার ডন ময়মনসিংহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ রেদুয়ান আহমেদ সাগর হত্যা মামলার পলাতক আসামি। তিনি ময়মনসিংহ সিটি করপোরেশনের সাবেক মেয়র ইকরামুল হক টিটুর বড় ভাই। ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সহসভাপতি আমিনুল হক শামীমের শ্যালক।পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর ৫ আগস্ট থেকেই আসিফ হোসেন ডন পলাতক ছিলেন। তিনি ময়মনসিংহ সিটি করপোরেশনের ৭নং ওয়ার্ড থেকে দুইবার কাউন্সিলর নির্বাচিত হয়েছেন এবং সিটি করপোরেশনের ১নং প্যানেল মেয়র।
Previous Post Next Post

Random Manga

Ads

نموذج الاتصال