"

ঠিক কোথায় আছেন নিপুণ আক্তার মেলেনি সত্যতা'


নানা বিষয়ে বারংবার সমালোচনার শীর্ষে ছিলেন ঢালিউডের নায়িকা নিপুণ আক্তার। শিল্পী সমিতির নির্বাচন নিয়ে কম জল ঘোলা করেননি নিপুণ। বেশ কয়েক বছর ধরে গণহত্যাকারী সংগঠন আওয়ামী লীগের বিভিন্ন প্রচারণায় সর্বাগ্রে ছিল নিপুণের নাম। এছাড়াও অভিযোগ আছে শেখ সেলিমের নাম ব্যবহার বিভিন্ন সময়ে নানা রকম অপকর্মে লিপ্ত ছিলেন নিপুণ।

সম্প্রতি ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট পতন ঘটে ফ্যাসিবাীদ রাজনৈতিক দল আওয়ামীলীগের। আওয়ামী নেতা-কর্মীদের পাশাপাশি ফ্যাসিস্ট হাসিনার পতনের পরে অনেক শিল্পীই গা ঢাকা দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে হচ্ছে সমালোচনার শিকার।

 

হাসিনার পতনের পরে আত্মগোপনে আছেন ফ্লপ কুইন নিপুণ। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেকে বিদেশে আছেন বলে দাবি করেছেন তিনি। তবে একটি বিশ্বস্ত সূত্রে জানা যায় ভিন্ন কথা। সূত্রটি দাবি করেছে দেশেই আছেন নিপুণ তবে বের হচ্ছেন না বাসা থেকে নিজেকে রেখেছেন লোক চক্ষুর আঢ়ালে।
এদিকে, বিভিন্ন মহলে খবর ছড়িয়েছে আওয়ামী লীগের পতনের পরপরই গত ১০ আগস্ট সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে লন্ডনের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন তিনি। বিদেশের মাটিতেও স্বস্তিতে নেই বাংলা সিনেমার এই ফ্লপ কুইন। সেখানে থাকা বাঙালি কমিউনিটির ভয়ে ঘরবন্দী হয়ে আছেন তিনি।

তবে হালের খবর হলো এখনও সুনিশ্চিত কোন তথ্য পাওয়া যায়নি তার সম্পর্কে। এদিকে সিনেমা পাড়ার অনেকেই দাবি করেছেন দেশের মাটিতে এনে যথাযথ শাস্তির ব্যবস্থা নেওয়া হোক এই নায়িকার বিরুদ্ধে।
Previous Post Next Post

Random Manga

Ads

نموذج الاتصال