"

দেশে ফিরছেন মির্জা ফখরুল

Random Manga


১৪ দিন পর অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


শুক্রবার (২৫ অক্টোবর) রাত ১০টায় তার ঢাকার হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা আছে।


বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান কালবেলাকে এ তথ্য জানিয়েছেন।


এর আগে বড় মেয়েকে দেখতে গত ১০ অক্টোবর অস্ট্রেলিয়ার ক্যানবেরার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন মির্জা ফখরুল। যাত্রার আগে মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, আমার বড় মেয়ে থাকে অস্ট্রেলিয়ার ক্যানবেরায়। আমার স্ত্রী (রাহাত আরা বেগম) গত দেড় মাস ধরে বড় মেয়ের কাছে আছেন। তাদের একটু সময় দিতে সেখানে যাওয়ামির্জা ফখরুল দম্পতির দুই মেয়ে। বড় মেয়ে ড. শামারুহ মির্জা ২০০৬ সাল থেকে অস্ট্রেলিয়াতে থাকেন স্বামী ও সন্তান নিয়ে। অস্ট্রেলিয়ান সরকারের সেন্ট্রাল মেডিসিন রেগুলেটরি বোর্ডের আওতাধীন থেরাপিউটিক গুডস অ্যাডমিনিস্ট্রেশনে (টিজিএ) সিনিয়র টক্সিকলজিস্ট হিসেবে তিনি কর্মরত আছেন। শামারুহ মির্জা একজন নারী সংগঠক হিসেবে ক্যানবেরাতে সমধিক পরিচিত।

Ads

Previous Post Next Post

نموذج الاتصال