"

ব্লগার নাফিজ ফুয়াদ ৩ দিনের রিমান্ডে


যুবদল নেতা শামীর হত্যা মামলায় নাফিজ ফুয়াদ ইশান নামে এক ব্লগারের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রোববার ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমানের আদালত শুনানি শেষে রিমান্ডের এ আদেশ দেন।

এদিন আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) তন্ময় কুমার বিশ্বাস। 

আদালতে ফুয়াদের পক্ষে কোনো আইনজীবী না থাকায় তার কিছু বলার আছে কি না জানতে চান বিচারক। তখন ফুয়াদ বলেন, ‘হত্যা সম্পর্কে আমি কিছু জানি না। আমাকে তো সাইবার জনিত কারণে ধরা হয়েছে। এই মামলা কোথা থেকে আসলো।’

তখন রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী বলেন, ‘পুলিশ হত্যা, মেট্টোরেলসহ বিভিন্ন বিষয় নিয়ে এ আসামি সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা প্রচারণা চালাচ্ছে। তা নিয়ে তার বিরুদ্ধে আলাদা মামলা হয়েছে।’

এরপর আদালত তার তিন দিনের রিমান্ডের আদেশ দেন।  
 


ডেইলি-বাংলাদেশ
Previous Post Next Post

Random Manga

Ads

نموذج الاتصال