"

চট্টগ্রাম টেস্ট জিততে চায় বাংলাদেশ


দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ জেতার ব্যাপারে আশাবাদী ছিল বাংলাদেশ। কিন্তু মিরপুরে সিরিজের প্রথম টেস্টে ন্যুনতম লড়াই করতেও ব্যর্থ হয় টাইগাররা। নাজমুল হোসেন শান্তর দল ম্যাচটি হেরেছে ৭ উইকেটের ব্যবধানে। সেই হতাশা ঝেরে ফেলে জয় দিয়ে সিরিজের ইতি টানতে চায় স্বাগতিকরা।

চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় টেস্ট জিতে সিরিজে সমতা ফেরাতে বদ্ধপরিকর বাংলাদেশ। ম্যাচের ভেন্যুতে দলের প্রথম দিনের অনুশীলন শেষে এমনটাই জানিয়েছেন স্পিনার নাঈম হাসান।

নিজেদের মাঠে নিজেদের দর্শকের সামনে আনকোরা প্রোটিয়াদের হারানো বাংলাদেশের জন্য খুব কঠিন হবে না বলেই মনে করা হচ্ছিল। অথচ মিরপুরে ব্যাটে-বলে প্রোটিয়াদের দাপটের সামনে সুবিধা করতে পারেনি টাইগাররা। দেখে মনে হয়নি ঘরের মাঠে খেলছে তারা।

সেই ব্যর্থতা ভুলে চট্টগ্রামে জয় ছাড়া কিছুই ভাবছে না স্বাগতিক বাংলাদেশ। রোববার (২৭ অক্টোবর) টাইগার স্পিনার নাঈম হাসান বলেন, 'ইনশাআল্লাহ, আমার মনে হয় এখানে আমরা ভালো একটা রেজাল্ট করব। আমরা সিরিজ সমতায় আনার চেষ্টা করব, ইনশাআল্লাহ।'

প্রোটিয়াদের হারাতে হলে তিন ফরম্যাটেই ভালো খেলার বিকল্প নেই বলে জানান নাঈম। নিজেদের শতভাগ দিলে ইতিবাচক ফল আসবে বলে মনে করেন তিনি, 'আসলে ভালো ক্রিকেট খেলতে হবে। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং ভালো ক্রিকেট খেলতে হবে।

আমাদের চিন্তা করতে হবে রেজাল্ট হবে পাঁচদিন পর, আমাদের চেষ্টা করতে হবে যে যার কাজটা শতভাগ করার। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং যার যার বিভাগ যদি আমরা ফুলফিল করতে পারি, প্রসেস অনুযায়ী খেলতে পারি তাহলে ইনশাআল্লাহ দিন শেষে রেজাল্টটা ভালো হবে।'

শুরুতেই ফলাফল নিয়ে ভাবতে নারাজ নাঈম। তিনি বলেন, 'আলহামদুলিল্লাহ সবাই আশাবাদী আমরা, জেতার জন্যই খেলব ইনশা আল্লাহ। পাঁচ দিন পর রেজাল্ট আসবে, রেজাল্টের কথা এখন চিন্তা করলে প্রসেসটা তো মেইনটেইন হবে না।'

ডেইলি-বাংলাদেশ/

Previous Post Next Post

Random Manga

Ads

نموذج الاتصال