পরীক্ষা দিতে আসা জান্নাতুল ফেরদৌস তামান্না পিয়া নামে এক ছাত্রলীগ নেত্রীকে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে শিক্ষার্থীরা। তিনি রাজশাহী মহানগর ছাত্রলীগের পরিবেশ বিষয়ক সম্পাদক।
রোববার (২৭ অক্টোবর) বিকেল পৌনে ৫টার দিকে রাজশাহী সরকারি মহিলা কলেজে পরীক্ষা কক্ষে ওই নেত্রীকে আটক করে পুলিশ। এসময় শিক্ষার্থীদের সঙ্গে বাগ-বিতণ্ডায় জড়ালে ধোলাই দিয়ে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ প্রিয়াকে বিস্ফোরক মামলায় গ্রেফতার দেখায়। পিয়া ডিগ্রি ২য় বর্ষের শিক্ষার্থী ছিলেন বলে জানা যায়।
খোঁজ নিয়ে জানা গেছে, প্রিয়া রাজশাহী কলেজ ছাত্রলীগের বিতর্কিত সভাপতি রাসিক দত্তের গার্লফ্রেন্ড। সে সুবাদেই মহানগর ছাত্রলীগের গুরুত্বপূর্ণ পদ বাগিয়েছেন। এছাড়া তার বিরুদ্ধে হলের সিট বাণিজ্য ও সাধারণ শিক্ষার্থীর নির্যাতনের অভিযোগও রয়েছে।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন বলেন, পিয়ার নামে বোয়ালিয়া থানায় বিস্ফোরকের একটি মামলা রয়েছে। এই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।
ডেইলি-বাংলাদেশ
Tags
সারাদেশ