কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, গণতন্ত্রের প্রধান কাজ শান্তিপূর্ণ নির্বাচন। শান্তিপূর্ণ নির্বাচন ছাড়া পূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে পারে না।
অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, ভোটারদের দাবিগুলো পূরণ করে ভোটের তারিখ ঘোষণা করুন। দেশের ১৮ কোটি মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে চায়।
শনিবার (২৬ অক্টোবর) দুপুরে সাতক্ষীরা তালা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের দেওয়ানীপাড়ায় আব্দুল মান্নান মিঠুর অর্থায়নে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন তিনি।
হাবিবুল ইসলাম হাবিব বলেন, গত ১৫ বছর ধরে এ দেশের মানুষ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছিল। এ দেশের মানুষ ভোট দিতে চায়। তাই যত দ্রুত সম্ভব ভোটের ব্যবস্থা করুন। আওয়ামী লীগ পুলিশ বাহিনীকে ব্যবহার করে দেশের মানুষের ওপর অত্যাচার করেছে। সে কারণে তাদের ক্ষমতা ছেড়ে পালাতে হয়েছে। এমনকি দুপুরের ভাতও খেতে পারেনি। আমরা যদি একই কাজ করি তাহলে আমাদের একই পরিণতি হবে বলে নেতাকর্মীদের হুঁশিয়ার করেন।