"

টারজান’খ্যাত অভিনেতা রন আর নেই


জনপ্রিয় অভিনেতা রন এলি আর নেই। ‘টারজান’খ্যাত এই অভিনেতা ৮৬ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। গত ২৯ সেপ্টেম্বর ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারার লস আলামোসে নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন এই অভিনেতা। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মেয়ে ক্রিশ্চেন কাসালে। খবর : হলিউড রিপোর্টার


এক ইনস্টাগ্রামে পোস্টে ক্রিশ্চেন লিখেছেন, আমার বাবা ছিলেন এমন একজন, যাকে মানুষ হিরো বলত। তিনি ছিলেন একাধারে অভিনেতা, লেখক, প্রশিক্ষক, মেন্টর, পরিবার অন্তঃপ্রাণ মানুষ এবং নেতা।


১৯৬০-এর দশকের গোড়ার দিকে সিটকম ‘ফাদার নোজ বেস্ট’, ‘হাউ টু ম্যারি আ মিলিয়নেয়ার’ ও ‘দ্য মেনি লাভস অব ডোবি গিলিস’-এর মতো জনপ্রিয় টিভি শোগুলোতে অভিনয় করেছিলেন রন। তবে ‘টারজান’ টেলিভিশন সিরিজটি তাকে খ্যাতির শীর্ষে পৌঁছে দিয়েছিল। তার জন্ম ১৯৩৮ সালে, টেক্সাসে। ব্যক্তিজীবনে এই অভিনেতা ১৯৫৯ সালে স্কুলজীবনের প্রেমিকা জেন ট্রিপলেটকে বিয়ে করেন তিনি। কিন্তু দুইউ বছর পরই সেই সংসার ভেঙে যায়।


এরপর আশির দশকে মিস আমেরিকা প্রতিযোগিতা সঞ্চালনার সময়ে ভ্যালেরি লুনডেনের সঙ্গে পরিচয় হয় এই অভিনেতার। প্রেমের সম্পর্কের পর বিয়েও করেন তারা। এই সংসারে তিনটি সন্তান রয়েছে। ২০১৯ সালে ছেলের গুলিতে মারা যান রন এলির স্ত্রী ভ্যালেরি। ১৯৫৮ সালে ‘সাউথ প্যাসিফিক’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক এলির।
ক্রেডিট কালবেলা 
Previous Post Next Post

Random Manga

Ads

نموذج الاتصال