"

রায়গঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার


সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহিদুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।


শুক্রবার (২৫ অক্টোবর) বিকেলে সিরাজগঞ্জ পৌর এলাকার রহমতগঞ্জের একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।


রায়গঞ্জ থানার ওসি মো. আসাদুজ্জামান কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ২০১২ সালের নিমগাছী এলাকায় একটি মারামারির ঘটনায় গত ১৯ অক্টোবর জিন্নাহ নামে এক বিএনপি নেতা বাদী হয়ে জাহিদুল ইসলাম মাইকেলসহ ২০ জনের নাম উল্লেখ করে মামলা করেন। সদর থানা পুলিশ শুক্রবার বিকেলে ওই মামলার আসামি মাইকেলকে গ্রেপ্তার করে। সন্ধ্যায় তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।


উল্লেখ্য, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগ অফিস ও প্রেস ক্লাবে হামলার ঘটনায় আহত জাহিদুল ইসলাম দীর্ঘদিন ধরে সিরাজগঞ্জের রহমতগঞ্জে এক আত্মীয়ের বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছিলেন।
Previous Post Next Post

Random Manga

Ads

نموذج الاتصال