"

হাতকড়া নিয়েই পালাল যুবলীগ নেতা



সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে পুলিশের হাত থেকে হাতকড়া নিয়েই পালিয়েছে যুবলীগ নেতা সাইকুল ইসলাম। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার ধনপুর ইউনিয়নের চান্দের বাজারে থানা পুলিশের হাত থেকে হাতকড়াসহ তিনি পালিয়ে যান।


সাইকুল উপজেলার ধনপুর ইউনিয়নের শিলডোয়ার গ্রামের বাসিন্দা সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান তাজ্জত আলীর ছেলে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সংবাদ পেয়ে জিআর মামলার পলাতক আসামি যুবলীগ নেতা সাইকুল ইসলামকে সীমান্ত এলাকার চান্দের বাজার থেকে রাত ৯টায় গ্রেপ্তার করে থানা পুলিশ।


জানা যায়, এ সময় পুলিশ তাকে হ্যান্ডকাফ পরিয়ে থানায় নিতে চাইলে তার পরিবারের লোকজন ও স্থানীয় একটি চক্র সংঘবদ্ধ হলে সাইকুল হ্যান্ডকাফ পরা অবস্থায় পালিয়ে যান। এমন সময় বাধ্য হয়ে থানার উপপরিদর্শক নবী হোসেনসহ সঙ্গীয় ৪ জন পুলিশ সদস্য হ্যান্ডকাফ (হাতকড়া) রেখে থানায় ফিরে যান। এ বিষয়টি স্বীকার করেছেন থানার উপপরিদর্শক নবী হোসেন।এ বিষয়ে জানতে চেয়ে বিশ্বম্ভরপুর থানার ওসি কাওছার আলমকে একাধিকবার মুঠোফোনে কল দিলেও তিনি কল রিসিভ করেননি।
Previous Post Next Post

Random Manga

Ads

نموذج الاتصال