"

ছাত্রলীগ নিষিদ্ধের খবরে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের আনন্দ মিছিল- মিষ্টি বিতরণ


বাংলাদেশ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সহযোগী সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করায় সিরাজগঞ্জে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।


বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুরের দিকে শহরের এস এস রোডের মাহবুব প্লাজার সামনে থেকে শিক্ষার্থীদের আনন্দ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চৌরাস্তা মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে পথচারী, শ্রমিক ও সাধারণ শিক্ষার্থীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।


মিছিলে শিক্ষার্থীরা ‘হইরই, ছাত্রলীগ গেলি কই’, ‘গণহত্যার সঙ্গী, ছাত্রলীগ জঙ্গ ‘, ‘ছাত্রলীগ দেখে যা, ক্যাম্পাসে তোর বাপেরা’, ‘একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জবাই কর’, ‘ছাত্রলীগের দুই গালে, জুতা মারো তালে তালে’, ‘বাবুর দুই গালে, জুতা মারো তালে তালে’, ‘গালিবের দুই গালে, জুতা মারো তালে তালে’- এমন বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা।


এ সময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক যুবাইর আল ইসলাম সেজান, ইয়াসির আরাফাত ইশান ও টি এম মুশফিক সাদসহ সিরাজগঞ্জের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
Previous Post Next Post

Random Manga

Ads

نموذج الاتصال