"

মিরাজকে প্রশংসায় ভাসালেন প্রোটিয়া অধিনায়ক


একটা সময় মনে হচ্ছিলো দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ব্যবধানে হারবে বাংলাদেশ। তবে ব্যাটারদের ব্যর্থতার মধ্যে লড়াই করেন মেহেদী হাসান মিরাজ। দুর্দান্ত ব্যাটিংয়ে দলকে এনে দেন লিড। তবে মাত্র ৩ রানের জন্য সেঞ্চুরি মিস করেন মিরাজ
বাংলাদেশ ম্যাচ হেরেছে ৭ উইকেটে। তবে মিরাজকে প্রশংসায় ভাসিয়েছেন প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করাম। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘গতকাল বা তার আগের দিনও তারা (মিরাজ-জাকের) ভালো জুটি গড়েছে। বল নরম ছিল কিছুটা। উইকেট তুলতে আমাদের অনেক কষ্ট করতে হয়েছে। অনেক কৃতিত্ব দিতে হবে তাদের। মেহেদী দারুণ খেলেছে। সেঞ্চুরিটা সে ডিজার্ভ করতো। চ্যালেঞ্জ ছিল অনেক। তবে আমরা তা মানিয়ে নিয়েছি অনেক পরিশ্রম করে। অবশ্যই বাংলাদেশকে এখানে কৃতিত্ব দিতে হবে।’
বাংলাদেশের বিপক্ষে পাওয়া জয়ে বেশ খুশি মার্করাম। তিনি আরও বলেন, ‘অবশ্যই দারুণ খুশি। সব ক্রীড়াবিদই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। সবাই চায় যত বেশি সম্ভব ম্যাচ জিততে। ভালো দল গড়ার শর্ত হল, ঘন ঘন এটি করতে পারা। এটাই সামনে আমাদের রোমাঞ্চিত করছে। এখন এটি দল হিসেবে আমাদের জন্য গর্বের ব্যাপার। আমরা বেশ খুশি।’
Previous Post Next Post

Random Manga

Ads

نموذج الاتصال