"

ঘোষণা দিয়ে প্রকাশ্যে এলেন হাবিপ্রবি ছাত্রশিবিরের সভাপতি-সাধারণ সম্পাদক


নবীনবরণের ঘোষণা দিয়ে প্রকাশ্যে এসেছেন দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শাখা ছাত্রশিবিরের সভাপতি ও সাধারণ সম্পাদক।


বুধবার (২০ নভেম্বর) ইসলামী ছাত্রশিবির, হাবিপ্রবি শাখার ফেসবুক পেজে বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের নিয়ে নবীনবরণ অনুষ্ঠানের বিষয়ে একটি পোস্ট করা হয়।


পোস্টে বলা হয়, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের সম্মানে আমরা ‘নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন’ অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছি। আমাদের এই প্রয়াসের উদ্দেশ্য আপনাদের বিশ্ববিদ্যালয় জীবনের নবতর অধ্যায়ে সাদরে স্বাগত জানানো, আপনাদের মধ্যে সৌহার্দ্যের বন্ধনকে আরও নিবিড় করে গড়ে তোলা এবং শিক্ষার আলোকে সমৃদ্ধ এ প্রাঙ্গণে আপনাদের এগিয়ে যেতে সহায়তা করা।


পোস্টের শেষে আহ্বানে হাবিপ্রবি ছাত্রশিবিরের সভাপতি হিসেবে মুহা. রেজওয়ানুল হক ও সাধারণ সম্পাদক হিসেবে শেখ রিয়াদ নামের দুই শিক্ষার্থীর নাম প্রকাশ করা হয়।
খোঁজ নিয়ে জানা যায়, হাবিপ্রবি ছাত্রশিবিরের সভাপতি হিসেবে প্রকাশ্যে আসা মুহা. রেজওয়ানুল হক বিশ্ববিদ্যালয়ের ১৯ ব্যাচের গণিত বিভাগের শিক্ষার্থী ও সাধারণ সম্পাদক হিসেবে প্রকাশ্যে আসা শেখ রিয়াদ বিশ্ববিদ্যালয়ের ১৯ ব্যাচের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।
Previous Post Next Post

Random Manga

Ads

نموذج الاتصال