"

ভূরুঙ্গামারীতে আওয়ামলীগের ২ নেতা আটক


কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে গত ৪ আগষ্ট বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় জামায়াত নেতার করা মামলায় দুই আওয়ামী লীগ নেতাকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলো উপজেলার পাইকেরছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন (৪০) ও উপজেলা স্বেচ্ছা সেবক লীগের সহ-সভাপতি লাভলু মিয়া মিলন (৩৮)। সোমবার (১১ নভেম্বর) দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

 

পুলিশ জানিয়েছে, সোমবার রাতে ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে উপজেলার গছিডাঙ্গা গ্রামের জমসের আলী ঝুমুরের ছেলে ফারুক হোসেন এবং দেওয়ানের খামার গ্রামের সোলায়মান হোসেনের ছেলে লাভলু মিয়া মিলন কে নিজ বাড়ী থেকে আটক করা হয়েছে।

 

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ মুনিরুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, ‘গত ৪ আগস্ট ভূরুঙ্গামারীতে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় করা মামলায় তাদের আটক করে মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে।
Previous Post Next Post

Random Manga

Ads

نموذج الاتصال