" শেখ পরিবার ক্ষমা চাইলে সম্মান পাবে শেখ মুজিব: মাহফুজ আলম "

শেখ পরিবার ক্ষমা চাইলে সম্মান পাবে শেখ মুজিব: মাহফুজ আলম




শেখ পরিবার যদি শেখ মুজিবুর রহমানের ’৭১-পরবর্তী কর্মকাণ্ডের ক্ষমা যায় তবে শেখ মুজিবকে ’৭১ পূর্ববর্তী ভূমিকার জন্য সম্মান দেওয়া হবে বলে মন্তব্য করেছেন বর্তমান সরকারের উপদেষ্টা মাহফুজ আলম।

আজ বুধবার নিজের ফেসবুক পেজ থেকে বঙ্গভবনের শেখ মুজিবের ছবি সরানোর ব্যাখ্যা দেন মাহফুজ।

মাহফুজ পোস্টে লিখেছেন, শেখ তার একাত্তরপূর্ববর্তী ভূমিকার জন্য সম্মান পাবেন, যদি শেখের একাত্তর-পরবর্তী গণহত্যা, গুম, দুর্নীতি, দুর্ভিক্ষ এবং অবশ্যই ‘৭২-এর সংবিধান, যা বাকশালের পথ প্রশস্ত করেছিল— এসবের জন্য তার দল ও তার পরিবারের সদস্যরা বাংলাদেশের জনগণের কাছে ক্ষমা চান।

শেখ হাসিনা তার পিতা শেখ মুজিবকে হাসির পাত্র বানিয়েছেন বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ‘পতিত শেখরা! শেখ মুজিব ও তার কন্যা তাদের ফ্যাসিবাদী শাসনের জন্য জনগণের তীব্র ক্ষোভের মুখে পড়েন।

শেখ হাসিনা ও তার পিতার একমাত্র পার্থক্য, শেখ মুজিব স্বাধীনতার আগে পূর্ব বাংলার গণমানুষের জনপ্রিয় নেতা ছিলেন, যে জনপ্রিয়তা হাসিনার ছিল না। কিন্তু একাত্তরের পর তিনি নিজেই একজন নির্যাতনকারী হয়ে ওঠেন। নিজের ফ্যাসিবাদী ভূমিকার কারণে ১৯৭৫-এ তার মৃত্যুতে মানুষের শোক-অনুতাপ ছিল না
Previous Post Next Post

Random Manga

Ads

نموذج الاتصال