"

জানা গেল কুবি শিবির সভাপতি-সেক্রেটারির পরিচয়


বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কমিটি সামনে আসার পর এবার প্রকাশ্যে এলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা শিবিরের সভাপতি-সেক্রেটারি। কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা শিবির সভাপতি ইউসুফ ইসলাহি ও সেক্রেটারি মাজহারুল ইসলাম। শিবিরের আয়োজনে নবীন বরণ নিয়ে সাংবাদিকদের দাওয়াত দিলে তাদের পরিচয় পাওয়া যায়।


মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুর ১টায় ছাত্রশিবির কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।


জানা গেছে, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি ইউসুফ ইসলাহি লোক প্রশাসন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। সেক্রেটারি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের একই বর্ষের শিক্ষার্থী মাজহারুল ইসলাম।


কমিটির অন্যান্য সদস্যদের বিষয়ে জানতে চাইলে সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, পরে তাদের নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।এর আগে সোমবার (১৮ নভেম্বর) প্রকাশ্যে আসেন ঢাকা কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি-সেক্রেটারি। ঢাকা কলেজ শাখা শিবির সভাপতি আবদুল হক মানিক ও সেক্রেটারি মোস্তাকিম আহমেদ। ঢাকা কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষের কাছে ইংরেজি নববর্ষের প্রকাশনা সামগ্রী উপহার দেওয়ার মাধ্যমে প্রকাশ্যে আসেন তারা।


ঢাকা কলেজ ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার ছাত্রশিবিরের কমিটি প্রকাশ করে সংঘঠনটি।
Previous Post Next Post

Random Manga

Ads

نموذج الاتصال