"

সিন্ডিকেট ভেঙে পুনর্গঠনের দাবি ঢাবি শিবির সভাপতির


এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটকে ভেঙে পুনর্গঠনের দাবি জানাল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আবু সাদিক কায়েম।


বুধবার (১৩ নভেম্বর) রাতে সামাজিক মাধ্যম ফেসবুক নিজের আইডিতে দেওয়া এক পোস্টে এমন দাবি করেন তিনি।


ফেসবুক পোস্টে আবু সাদিক কায়েম লেখেন, আওয়ামী মদদপুষ্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট এখনো ভাঙা হয়নি! শহীদদের রক্তের ওপর কীভাবে নিজাম ভূঁইয়ারা সিন্ডিকেট সভা করতে পারে? আমাদের চব্বিশের বিপ্লবের প্রতি এক প্রকার কৌতুকের নামান্তর!


কালবেলার পাঠকদের জন্য আবু সাদিক কায়েম স্ট্যাটাসটি তুলে ধরা হলো :আওয়ামী মদদপুষ্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট এখনো ভাঙা হয়নি! শহীদদের রক্তের ওপর কীভাবে নিজাম ভূঁইয়ারা সিন্ডিকেট সভা করতে পারে? আমাদের চব্বিশের বিপ্লবের প্রতি এক প্রকার কৌতুকের নামান্তর!


আমরা ইতোমধ্যেই প্রশাসনের সঙ্গে ছাত্র সংগঠনের মিটিংয়ে সিন্ডিকেট ভেঙে দেওয়ার দাবি তুলেছি। তাছাড়া বিশ্ববিদ্যালয়ের ৬৩ দফা সংস্কার প্রস্তাবনায়ও ছাত্রশিবির আওয়ামী চাটুকারদের সিন্ডিকেট ভেঙে দেওয়ার কথা উল্লেখ করেছি। বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রো-ভিসি (শিক্ষা ও প্রশাসন) এবং প্রক্টর মহোদয় এখন পর্যন্ত কার্যকর কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি!


আমরা চাই, চব্বিশের শহীদদের আকাঙ্ক্ষা লালন করতে সক্ষম এমন সিন্ডিকেট। তোষামোদি ও দালালবৃত্তির সংস্কৃতি ভেঙে দিয়ে প্রকৃত অর্থেই কাজ করতে সক্ষম এমন সিন্ডিকেট দ্রুততম সময়ের মধ্যে গঠন করতে হবে। অন্যথায় রাজপথে ফায়সালা করতে বাধ্য হব…।
Previous Post Next Post

Random Manga

Ads

نموذج الاتصال