বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, নির্বাচনের তফসিল হলেই জামায়াত নির্বাচনের ইশতেহার ঘোষণা করতে প্রস্তুত। তিনি বলেন, আমাদের লক্ষ্য নবীর আদর্শে একটি কল্যাণকর রাষ্ট্র কায়েম করা।
কুষ্টিয়ায় রুকন সম্মেলন শেষে আজ শুক্রবার দুপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জামায়াতের সেক্রেটারি জেনারেল এসব কথা বলেন। কুষ্টিয়ার মোল্লাতেঘরিয়ায় আব্দুল ওয়াহিদ রাহি অডিটোরিয়ামে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
গোলাম পরওয়ার বলেন, ‘নির্বাচনের জন্য এই সরকারকে আমরা যৌক্তিক সময় দেব। যৌক্তিক সময় বলতে আমরা বুঝিয়েছি—একটি সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা সংস্কার করা দরকার সেই সময়টুকু। সব মানুষ নির্বিঘ্নে ভোট দিতে পারবে এমন অবস্থা আসলেই ভোট দিতে বলেছি আমরা। আর নির্বাচনের তফসিল ঘোষণা হলেই জামায়াত নির্বাচনের ইশতেহার ঘোষণা করতে প্রস্তুত রয়েছে।’
ফ্যাসিবাদের দীর্ঘ ১৫ বছরে রাষ্ট্রের সব যন্ত্র অপরাধে অপবিত্র হয়ে গিয়েছিল বলেও দাবি করেন গোলাম পরওয়ার। তিনি বলেন, ‘ফ্যাসিবাদী যুগ দুর্নীতিগ্রস্ত ছিল। অপরাধী, খুনি, অর্থপাচার, লুটপাট, চাঁদাবাজি ও মাস্তানির মাস্টারমাইন্ড ছিল শেখ হাসিনা।’
জামায়াতে ইসলামীর এই শীর্ষ নেতা বলেন, ‘কেবল তিন মাস হয়েছে ফ্যাসিবাদের বিদায়। কিন্তু সেই অপরাধপ্রবণতা শতভাগ বিদায় হয়নি। এখনও ছোটখাটো কিছু অপরাধ হচ্ছে। আমরা এই বিষয়গুলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলছি। জামায়াতে ইসলামী অন্যায়কে প্রশ্রয় দেয় না। অন্যায়ের বিরুদ্ধে আমাদের অবস্থান সব সময় দৃঢ় থাকবে। আমাদের লক্ষ্য হচ্ছে আল্লাহতালার বিধান এবং নবীর আদর্শে একটি কল্যাণকর রাষ্ট্র কায়েম করা। সেই রাষ্ট্রে সকল ধর্ম-বর্ণের মানুষের কল্যাণ থাকবে।’
কুষ্টিয়া জেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেমের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতের যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য মোবারক হোসাইন।