"

চিন্ময়কাণ্ডে পুলিশের কাজে বাধা, গ্রেপ্তার ২


সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও চট্টগ্রামের পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে আদালতে নেওয়ার সময় পুলিশের কাজে বাধা সৃষ্টির অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৯ নভেম্বর) সকালে নগরীর বাকলিয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে থানা পুলিশ।


গ্রেপ্তার হওয়ার হলেন নগরীর বাকলিয়া থানার কালমিয়া বাজার এলাকার মৃত সুনিল ধরের ছেলে বাবলা ধর (৪২) ও বর্তমানে কালামিয়া বাজার এলাকায় বসবাসরত দুলাল শীলের ছেলে সজল শীল (৪০)।


রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানোকে কেন্দ্র করে মঙ্গলবার (২৬ নভেম্বর) চট্টগ্রাম আদালতে ব্যাপক সংঘর্ষ হয়। এ সময় আইনজীবী সাইফুলকে কুপিয়ে হত্যা করা হয়। একই দিন আদালতে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন চাইলে নামমঞ্জুর করেন আদালাত। পরে তাকে কারাগারে নিতে পুলিশ প্রিজন ভ্যানে তোলা হয়। জামিন নামমজ্ঞুরের খবর ছড়িয়ে পড়লে চিন্ময়য়ের ভক্তরা আসামিবাহি পুলিশ প্রিজনভ্যান গাড়ি অবরুদ্ধ করে রাখে।


এ বিষয়ে বাকলিয়া থানার ওসি মো. ইখতিয়ার উদ্দিন বলেন, গত ২৬ নভেম্বর চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে আদালতে তোলার সময় পুলিশের কাজে বাধা সৃষ্টির অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
Previous Post Next Post

Random Manga

Ads

نموذج الاتصال