"

শেখ হাসিনা দেশে ফেরার চেষ্টা করলে, রাশিয়া পাঠিয়ে দেব: হাসনাত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, শেখ হাসিনাকে উল্লেখ করে বলেন, আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফেরার চেষ্টা করলে তাঁকে রাশিয়া পাঠিয়ে দেওয়া হবে।

শুক্রবার রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৪৪তম ব্যাচের শিক্ষা সমাপনী অনুষ্ঠানে হাসনাত একথা বলেন ।

হাসনাত আরো বলেন, ‘শেখ হাসিনা যদি দেশে ফিরে আসার চেষ্টা করেন, তাহলে তাঁকে অতিথি পাখির মতো রাশিয়ার আরেক প্রান্তে পাঠিয়ে দেওয়া হবে।’

হাসনাত বলেন, ‘আজকে স্বাধীন বাংলাদেশের আমরা নিজের মতো করে ‘ট্যাগের’ ঊর্ধ্বে কথা বলতে পারছি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছিল এই আন্দোলনের দ্বিতীয় লেলিনগ্রাদ। আমরা এখান থেকে হাসিনাকে উৎখাত করেছি। আমরা সারা-দিন ঝগড়া করব, কিন্তু যখন আওয়ামী লীগ আসতে চাইবে, তখন সবাই একত্রিত হয়ে তাদের সীমান্তের ওপারে পাঠিয়ে দেব।’ 

Previous Post Next Post

Random Manga

Ads

نموذج الاتصال