অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, নির্বাচন কমিশন গঠনের মাধ্যমে ভালো কাজ ও সংস্কার শুরু করেছে এই সরকার। সংস্কার হলো চলমান প্রক্রিয়া। এটা চলতে থাকবে। ছাত্র-জনতা অন্তর্বর্তী সরকারকে ম্যান্ডেট দিয়ে স্বৈরাচার থেকে গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে সহযোগিতা করেছে। এই সরকারকে আমরা সে জন্যই সহায়তা করছি। অহেতুক বিলম্ব করলে হবে না। অবিলম্বে প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন দিয়ে জনগণের নির্বাচিত প্রতিনিধির হাতে তুলে দিতে হবে। কেননা এখানে সবার অধিকার ও স্বাধীনতা জড়িত।
গতকাল রোববার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি মহিদুর রহমানকে সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন মঈন খান। মাহিদুর রহমান ১৭ বছর পর গত ১৬ নভেম্বর যুক্তরাজ্য থেকে দেশে ফেরেন। মঈন খান বলেন, স্বৈরাচারবিরোধী আন্দোলনে প্রবাসী নেতাকর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। যেসব নেতাকর্মীকে গায়েবি ও মিথ্যা মামলায় আসামি করা হয়েছিল, তাদের অনেকেই বিদেশে যেতে বাধ্য হয়েছেন। আজকে দ্বিতীয় স্বাধীন বাংলাদেশে তাদের অনেকেই ফিরে আসছেন। তারা কিন্তু লাঠি নিয়ে যুদ্ধ করেননি, তারা রেমিট্যান্স বন্ধের মাধ্যমে যুদ্ধ করেছিলেন। এটাই বাস্তবতা। তাদের অবদানের স্বীকৃতি দেওয়া দরকার। রিকশাচালক, কৃষক ও শ্রমিক সবাই নতুন করে দ্বিতীয় স্বাধীন দেশে মুক্তভাবে নিঃশ্বাস নিতে পারছেন।