"

হাসিনার কর্তৃত্ববাদ প্রতিষ্ঠায় বিচার বিভাগ অনুঘটক ছিল : ড. ইফতেখারুজ্জামান


ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলছেন, কর্তৃত্ববাদ প্রতিষ্ঠায় বিচার বিভাগ অনুঘটক হিসেবে কাজ করেছে। এ ছাড়া গণমাধ্যমের একটি অংশও একই ভূমিকা রেখেছিল।


শনিবার (১৬ নভেম্বর) সকালে টিআইবির আয়োজনে সুপ্রিম কোর্টে রিপোর্টার্স ফোরামের সদস্যদের এক কর্মশালায় তিনি এ কথা বলেন।


তিনি বলেন, শেখ হাসিনার কর্তৃত্ববাদ প্রতিষ্ঠায় বিচার বিভাগ অনুঘটক হিসেবে কাজ করেছে। গণমাধ্যমকর্মীরা এ ক্ষেত্রে ভূমিকা রেখেছিল।


ড. ইফতেখারুজ্জামান বলেন, বিচার বিভাগ ও গণমাধ্যমের স্বাধীনতা অঙ্গাঙ্গিভাবে জড়িত। বিচার বিভাগের সুফল পেতে হলে রাজনৈতিক সংস্কার আসতে হবে। গণমাধ্যমকর্মীরা এ ক্ষেত্রে বড় ভূমিকা পালন করতে পারে।


অনুষ্ঠানে সাংবাদিকদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলায় আইনি লড়াইয়ে পাশে থাকার ঘোষণা দেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক।


কর্মশালায় বক্তব্য রাখেন, সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের (এসআরএফ) সভাপতি মাসউদুর রহমান ও সাধারণ সম্পাদক গোলাম রব্বানী।
Previous Post Next Post

Random Manga

Ads

نموذج الاتصال