"

আ.লীগের বিরুদ্ধে ঢাকা কলেজ ছাত্রদলের বিক্ষোভ




স্বৈরাচার আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পূর্ব ঘোষিত গুলিস্তানের জিরো পয়েন্টের কর্মসূচির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা কলেজ শাখা ছাত্রদল।


শনিবার (৯ নভেম্বর) রাত ১০টার দিকে কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মিল্লাদ হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করেন নেতাকর্মীরা। মিছিলটি ঢাকা কলেজ সংলগ্ন নায়েমের গলি থেকে শুরু হয়ে সায়েন্স ল্যাব মোড় ঘুরে নীলক্ষেত প্রদক্ষিণ করে কলেজের মূল ফটকে সমাপ্ত হয়।


এ সময় তারা ‘ফ্যাসিবাদের আস্তানা ভেঙে দাও গুঁড়িয়ে দাও, জ্বালো রে জ্বালো আগুন জ্বালো, আওয়ামী লীগের দালাররা হুঁশিয়ার সাবধান, আমার সোনার বাংলায় শেখ হাসিনার ঠাঁই নাই, দিল্লি না ঢাকা? ঢাকা ঢাকা, ছাত্রদল আসছে রাজপথ কাঁপছে, আমার ভাই মরল কেন? খুনি হাসিনার ফাঁসি চাই, হৈহৈ রৈরৈ ছাত্রলীগ গেল কই’ ই্ত্যাদি স্লোগান দেন।


ঢাকা কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মিল্লাদ হোসেন কালবেলাকে বলেন, গত ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা জনগণের আন্দোলনের মাধ্যমে পদত্যাগ করতে বাধ্য হয়। আমরা শুনেছি স্বৈরাচার আওয়ামী লীগ ও তাদের দোসররা আবারো স্বাধীন দেশে ষড়যন্ত্র করার চেষ্টা করছে। তারা গুলিস্তানে কর্মসূচির ঘোষণা দিয়েছে।তিনি বলেন, আমরা স্বাধীনতা টিকিয়ে রাখতে যে কোনো ষড়যন্ত্র ও নীলনকশা রুখে দিতে রাজি আছি। খুনি হাসিনা নির্বিচারে এ দেশের হাজার হাজার মানুষকে হত্যা করেছে। আবারও যেন সেই পথ তৈরি না হয় আমরা ছাত্রদল ও সাধারণ জনগণ এটাকে প্রতিহত করব।
Previous Post Next Post

Random Manga

Ads

نموذج الاتصال