"

হত্যা মামলায় আ. লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন গ্রেপ্তার



রাজধানীর ধানমন্ডি থানায় করা কিশোর আব্দুল মোতালিব হত্যা মামলায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সোমবার (১৮ নভেম্বর) তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ। পরে আবেদনের প্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরী তাকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে গত ২০ আগস্ট রাতে রাজধানীর বনশ্রী এলাকা থেকে আহমদ হোসেনকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে তাকে ডিবি হেফাজতে নেয়া হয়।

মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ৪ আগস্ট রাজধানীর ধানমন্ডি থানা এলাকায় ছাত্র-জনতার আন্দোলনে যোগ দেন কিশোর আব্দুল মোতালিব (১৪)। ওইদিন বিকেলের দিকে আসামিদের ছোড়া গুলি তার বুকে ও গলায় লাগে। ঘটনার পর তাৎক্ষণিক তাকে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর আব্দুল মোতালিবকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় গত ২৬ আগস্ট নিহত কিশোরের বাবা আব্দুল মতিন বাদী হয়ে ধানমন্ডি থানায় হত্যা মামলা করেন। মামলায় শেখ হাসিনাসহ ১৭৬ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া অজ্ঞাত হিসেবে আরও ২৫০ থেকে ৩০০ জনকে এতে আসামি করা হয়েছে।
Previous Post Next Post

Random Manga

Ads

نموذج الاتصال