"

বিজ্ঞপ্তি ছাড়াই ছাত্রলীগ কর্মীকে উপাচার্যের পিএস নিয়োগ, প্রশাসন বললো ‘এটি প্রচলিত প্রথা’


Logo


বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ কর্মী আব্দুল্লাহ আল তোফায়েল আল আহমদকে বিজ্ঞপ্তি ছাড়াই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ব্যক্তিগত সহকারী (পিএস) হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়ার বিষয়ে নিজেদের অবস্থান জানিয়েছে প্রশাসন। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোরাদ হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উপাচার্যের ব্যক্তিগত সহকারী হিসেবে নিয়োগের বিষয়টি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে তাকে চুক্তিভিত্তিক নিয়োগের কথা উল্লেখ করা হয়েছে।

আব্দুল্লাহ আল তোফায়েল আল আহমদ নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক কর্মী ও আওয়ামী লীগের সুনামগঞ্জ-৫ আসনের সাবেক এমপি মুজিবুর রহমান মানিক ওরফে বোমা মানিকের ভাতিজা। এ নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হলে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের দায়িত্বশীল কর্মকর্তাদের কাছে জানতে চাইলে কেউ কোনও কথা বলতে রাজি হননি। এমনকি এ ব্যাপারে জানতে উপাচার্য অধ্যাপক হোসেন উদ্দিন শেখরের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও ফোন রিসিভ করেননি।

সর্বশেষ শুক্রবার (১৫ নভেম্বর) রাত সোয়া ৯টার দিকে গণমাধ্যমে প্রেস বিজ্ঞপ্তি পাঠিয়ে নিজেদের অবস্থান জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের উপপরিচালক মো. মাহবুবুল আলমের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‌‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) উপাচার্যের ব্যক্তিগত সহকারী হিসেবে একজনকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া নিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে, সে বিষয়ে প্রশাসনের বক্তব্য হলো- দেশের বর্তমান পরিস্থিতিতে সরকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও উপ-উপাচার্য পদে নতুন করে নিয়োগ দিয়েছেন। এখানে নবনিযুক্ত উপাচার্যের বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজকে গতিশীল করার স্বার্থে প্রশাসনিক পদে রদবদল কিংবা নতুন নিয়োগ দেওয়ার প্রয়োজন পড়েছে। সম্প্রতি এই বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক স্বার্থের কথা বিবেচনা করে সেকশন অফিসার পদের বিপরীতে আব্দুল্লাহ আল তোফায়েল আল আহমদকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। নিয়মিত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা সময়সাপেক্ষ বিধায় এভাবে নিয়োগ দেওয়া হয়েছে। যা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের এখতিয়ারভুক্ত ও প্রচলিত প্রথা। এই নিয়োগের বিষয়টি পরবর্তী সময়ে রিজেন্ট বোর্ড সভায় উপস্থাপন করা হবে। নিয়োগটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক প্রয়োজনে দেওয়া হয়েছে। এ ছাড়া তোফায়েল আল আহমদ জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পক্ষে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন।’

এ বিষয়ে জানতে চাইলে উপপরিচালক মো. মাহবুবুল আলম গণমাধ্যমের সঙ্গে কোনও কথা বলতে রাজি হননি।

খোঁজ নিয়ে জানা গেছে, তোফায়েল আল আহমদ ছাত্রলীগের বেরোবি শাখার রাজনীতিতে সক্রিয় ছিলেন। ছাত্রলীগের বিভিন্ন কর্মসূচি ও মিছিলে তাকে অংশগ্রহণ করতে দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছাত্রলীগের বিভিন্ন নেতাদের সঙ্গে বিভিন্ন মিটিংয়ের ছবিও রয়েছে তার। এ ছাড়া তিনি আওয়ামী লীগের সুনামগঞ্জ-৫ আসনের সাবেক এমপি মুজিবুর রহমান মানিক ওরফে বোমা মানিকের ভাতিজা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর সশস্ত্র হামলার অভিযোগে গত ৮ অক্টোবর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেফতার হন মানিক। এরপর থেকে কারাগারে রয়েছেন তিনি।

এদিকে, ছাত্রলীগের সাবেক কর্মীকে বিজ্ঞপ্তি ছাড়াই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পিএস হিসেবে নিয়োগ দেওয়ায় প্রতিবাদ জানিয়েছেন শিক্ষার্থীরা। শুক্রবার বিকাল ৫টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ নিয়োগের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন তারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শিক্ষার্থী মো. মমিনুল ইসলাম। এ সময় মো. ওবাইদুল ইসলাম, নিঘাত রৌদ্রসহ অন্য শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে মো. মমিনুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ে ফ্যাসিস্টের সহযোগী ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক নেতা আব্দুল্লাহ আল তোফায়েল আল আহমদকে উপাচার্যের পিএস হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। যেটি নিয়মবহির্ভূতভাবে দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন নিয়ম ও আইন ভঙ্গ করে রিজেন্ট বোর্ডের অনুমতি না নিয়েই এই নিয়োগ দিয়েছে। এখানের শিক্ষার্থীদের অগ্রাধিকার না দিয়ে উল্টো উপাচার্য কোটায় নিয়োগ বাণিজ্যের দিকে এগিয়ে যাচ্ছেন। আগামী রবিবারের মধ্যে এ নিয়োগ বাতিল না করা হলে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।
Previous Post Next Post

Random Manga

Ads

نموذج الاتصال